আমাদের কথা খুঁজে নিন

   

অমর একুশে গ্রন্থমেলা ২০১৪ :: দিনপঞ্জি :: ফেব্রু ২২-২৩/২০১৪


২৩শে ফেব্রুয়ারি- আজকে আমরা 'এক রঙ্গা এক ঘুড়ি'র কবিগনেরা টিভি চ্যানেলে সাক্ষাতকার দিতে দিতে হয়রান

"নির্বাসিত জোছনা দল" এর অন্যতম কবি সূনৃতা আলভিনা চৌধুরী, কবি তাহমিদুর রহমান এবং আমি নিজে লিটলম্যাগ, একুশে গ্রন্থমেলার নানা দিক সহ ঘুড়ির বর্তমান প্রকাশনা নিয়ে এবং বর্তমানে ফেসবুক ব্লগে সাহিত্য প্রচেষ্টার ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে জ্ঞানী জ্ঞানী আলাপ করলাম

ব্লগার ছড়াকার শাহিদুল হক ভাই এবং সঙ্গে আমাদের একজন প্রিয় শুভাকাংখী এসেছিলেন আজ। এ ছাড়া এক রঙ্গা এক ঘুড়ির মোহিব নীরব এর তত্বাবধানে বুলেটিন 'প্লাটফর্ম' এর যাত্রা শুরু হল আজ।
এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন অনেক ডাক্তার ভাই বোন বন্ধুরা।

মেলায় ছিলেন অনেক মানুষ।
দেখা হল অনেকের সাথে।


মাঝেই মাঝেই টুকরো টুকরো আড্ডা, ছবি তোলা, নানা আলোচনায় ভালোচনায় বেশ কেটেছে সন্ধ্যাটি



















২২শে ফেব্রুয়ারি- আজকে অমর একুশে গ্রন্থমেলার ২২তম দিনে 'এক রঙ্গা এক ঘুড়ি'র স্টলে এসেছিলেন ব্লগার ফেরদৌসা সঙ্গে ছিল আকিফ, ব্লগার রব্বানী চৌধুরী সঙ্গে তার পরিবার, শামিম রহমান আবির, কবি আশরাফুল কবীর, অনিন্দ্য অন্তর অপু, মামুন ম আজিজ, কবি আলভিনা চৌধুরীর টিচার, মোসাদ্দিক উজ্জ্বল, যাকিয়া জেসমিন যুথী সঙ্গে উনার ভাই, আরমানউজ্জামান আরমান, সরল সন্যাসী, বিউটি। আমার স্টলে পৌছাতে দেরী হয়েছে আজ।
সাপোর্ট দিয়েছে তাহমিদ, মামুন ম আজিজ ভাই।
আজকে তুলা গিয়েছিল মেলায়।
মোসাদ্দিক উজ্জ্বলের সঙ্গে আজকেই প্রথম দেখা তাই কোলাকুলি হল এক পশলা

ঘুড়ির সকলের সঙ্গে আগামী কর্মকান্ড নিয়ে আলাপ আলোচনা হচ্ছে।


আগামী ২৮ তারিখ আমাদের একটি সভার তারিখ নির্ধারিত আছে বইমেলা প্রাংগণেই - এ ছাড়া সন্ধ্যাটা সবাইকে নিয়ে বেশ ভালো কেটেছে।
আজকেও মেলায় বেশ ভীড় ছিল।

চারু পিন্টুর সঙ্গে মেলায় আমাদের প্রতিদিন একাধিক আড্ডা হচ্ছে। আজকে নুরুন নাহার শ্রাবণী আপা উনার হাজব্যান্ড এবং শুশু কন্যাটির সাথেও কথা হল দেখা হচ্ছে নিয়মিত ব্লগার কুহক, ইউসুফ ভাই, সরসিজ আলিম সহ অনেকের সঙ্গে।

মেলায় ছিলেন আরো অনেকে।

এসেছিলেন পাঁচ কবির এক কবি নাসরিনের এক ভাই। কবি আলভিনার এক টিচার এসে দুই কপি নির্বাসিত জোছনাদল সংগ্রহ করে নিয়েছেন ।

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।