আমাদের কথা খুঁজে নিন

   

সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক পাচ্ছেন ‘সাহিত্য বাজার – এ এম জহুর স্মৃতি’ সাহিত্য পদক

সেরা লেখক সম্মাননা পাচ্ছেন আতা সরকার ও নাসরীন জাহান সহ ৭ জন।

সাহিত্য বাজার এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির উপদেষ্টা কবি আসাদ চৌধুরী, আতা সরকার, সারা যাকের এবং আমীরুল ইসলামের পরামর্শে এবারই প্রথম সাহিত্য বাজার সাহিত্য – এ এম জহুর স্মৃতি পদক ঘোষণা করেছেন উপদেষ্টা সারা যাকের ও কবি আসাদ চৌধুরী। মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ অভিনেত্রী নিদের্শক সারা যাকের -এর বড় ভাই এ এম জহুর চিঙ্কুর -এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সাহিত্য বাজার –এর প্রথম পদক এ এম জহুর স্মৃতিপদক (মূল্যমান নগদ ৩০ থেকে ৫০ হাজার টাকা, স্পন্সর প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল) প্রদানের আহ্বান করা হয়েছে এবং প্রথম এই পদক গ্রহণের জন্য বিনীত অনুরোধ জাননো হয়েছে সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক’কে।
একই সাথে সাহিত্য বাজারের নিয়মিত লেখকদের মধ্যে সাহিত্য সন্মাননা (মূল্যমান নগদ ১০ থেকে ২০ হাজার টাকা, স্পন্সর প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল) প্রাপ্তদের নাম ঘোষণা করেন কথা সাহিত্যিক আতা সরকার ও ছড়াকার আমীরুল ইসলাম। এতে গত ২০০৮ এর এপ্রিল থেকে বর্তমান ২০১৪ পর্যন্ত সাহিত্য বাজারে ম্যাগাজিন ও অনলাইন পত্রিকায় প্রকাশিত কবিতা, গল্প, প্রবন্ধ ও সাহিত্য সমালোচনাগুলোর মান ও পাঠক ক্লিকের বিবেচনায় সেরা লেখক মনোনয়ন হয়েছেন গল্পে আতা সরকার ও নাসরীন জাহান, কবিতায় ময়মনসিংহের কবি শামসুল ফয়েজ ও কবি ওমর কায়সার, শিশুসাহিত্যে বরিশালের ছড়াকার দীপঙ্কর চক্রবর্তী ও ছোটকাকু সিরিজের লেখক ফরিদুর রেজা সাগর এবং সাহিত্য সমালোচনায় আশীক চৌধুরী ।



সাহিত্য বাজার সপ্তমবর্ষপূর্তী উৎসব ও সাহিত্য সম্মেলন আগামি ২৪ এপ্রিল বৃহস্পতিবার থেকে ২৬ এপ্রিল শনিবার পর্যন্ত ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পাড়ে বৈশাখী মঞ্চ অথবা জিমনেশিয়ামের প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এ উৎসবে তিনদিনের বইমেলা ও সাহিত্য সম্মেলনে আবৃত্তি গুরু তারিক সালাউদ্দিন মাহমুদ ও অধ্যাপক যতীন সরকারের উপস্থিতিতে এই পদক ও সম্মাননা তুলে দেবেন দেশের সাংস্কৃতি ও সাহিত্য অঙ্গনের বিশিষ্টজনেরা।

গত ২২ ফেব্রুয়ারি ২০১৪ শনিবার সন্ধ্যার পরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাট সংলগ্ন আমীর এর চা দোকানে আয়োজিত চা চক্রের বৈঠকে উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত পাঠ করে শোনান সাহিত্য বাজার-এর নির্বাহী সম্পাদক আবৃত্তিশিল্পী সালাম খোকন।
সাহিত্য বাজার উপদেষ্টা ও চ্যানেল আইয়ের নির্বাহী প্রযোজক আমীরুল ইসলাম-এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন উৎসব উপদেষ্টা গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী ও কবি এ.এফ. আকরাম হোসেন। এ ছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি আসলাম সানী, নাট্য নির্দেশক ও ইউনিভার্সেল থিয়েটারের কর্ণধার মাজহারুল হক পিন্টু, সাংবাদিক দুর্জয় রায়, সাংবাদিক নওশাদ জামিল, গাজী টিভির সিনিয়র প্রযোজক উষ্ণীষ চক্রবর্তী, কবি সেলিম বালা, কবি মানস বিশ্বাস, কবি ক্যামেলিয়া আহমেদ ও প্রণয় কুমার পন্ডিত।

ময়মনসিংহ থেকে এ সময় টেলিফোন সংযোগে সভায় অংশগ্রহণ করেন উৎসব ও বইমেলার সার্বিক তত্ত্বাবধায়ক কবি ইয়াজদানী কোরায়শী কাজল এবং সমন্বয়ক কবি স্বাধীন চৌধুরী ও গণসংগীত শিল্পী সহিদ আমিনী রুমি।

তিনদিনের উৎসব ও সম্মেলনে ঢাকার ছোটকাকু সিরিজের স্টলসহ তিনটি ও স্থানীয় ৭টি প্রকাশনী বইমেলায় অংশগ্রহণ করবে। বইমেলার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ময়মনসিংহ পৌর মেয়র মো: ইকরামুল হক টিটু।
তিনদিনের মোট চারটি বিষয়ে আলোচনা পর্ব ধার্য হয়েছে। কবি আসাদ চৌধুরী, ছড়াকার আমীরুল ইসলাম, কথাসাহিত্যিক নাসরীন জাহান ও আবৃত্তিকার আহকামউল্লাহ অমল আলোচনা পর্বের বিষয়ভিত্তিক সভাপতি হতে ইতোমধ্যে সম্মতি প্রদান করে আমাদের কৃতজ্ঞতায় বেঁধেছেন।



এতে প্রধান অতিথি হিসেবে চারপর্বের চারজন বিশিষ্ট ব্যক্তিত্ব সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক (হাতে হাতে চিঠি), নির্মলেন্দু গুণ (ফোনে সম্মতি দিয়েছেন), সমকালের আবু সাঈদ খান (ফোনে সম্মতি দিয়েছেন) ও তারিক সালাউদ্দিন মাহমুদ ইতোমধ্যে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।

এছাড়া সাহিত্য সম্মেলন ও আলোচনা পর্বের উদ্বোধনীতে সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর/ যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে আনুষ্ঠানিক চিঠি ও ফেসবুকের ইনবক্সে আবেদন জানানো হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসক এবং পৌর মেয়র উদ্বোধনী ও সমাপনী পর্বের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সমন্বয়ক স্বাধীন চৌধুরী।

অনুষ্ঠান উদ্বোধনী পর্বের সভাপতিত্ব করবেন উপদেষ্টা সারা যাকের। এ সময় চ্যানেল আইয়ের পরিচালক বার্তা এবং হৃদয়ে মাটি ও মানুষের পরিকল্পক ও উপস্থাপক শাইখ সিরাজ ও অধ্যাপক যতীন সরকার ‘সাহিত্য বাজার – এ এম জহুর স্মৃতি’ সাহিত্য পদক তুলে দেবেন সব্যসাচী কবি সৈয়দ শামসুল হকের হাতে।

এ ছাড়াও সাহিত্য বাজার উপদেষ্টামন্ডলীর যৌথভাবে আবৃত্তি গুরু তারিক সারাউদ্দিন মাহমুদ ও অধ্যাপক যতীন সরকারকে এ পর্বে সংবর্ধনা প্রদান করে ক্রেস্ট তুলে দেবেন। সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর সংর্বধিতজনদের হাতে তুলে দেবেন অর্থনৈতিক সম্মাননা।

সমাপনী পর্বের সভাপতিত্ব করবেন যথাক্রমে কবি আসাধ চৌধুরী ও গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। এ পর্বে সাহিত্য বাজার সাহিত্য সম্মননা প্রদান করবেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এ বিষয়ে তাদের প্রত্যেককে লিখিত অনুরোধ জানানো হয়েছে, অধিকাংশ অতিথি মৌখিক সম্মতিও দিয়েছেন।

তবে ময়মনসিংহ সড়কটির দুরাবস্থার বিবেচনায় বিকল্প যাতায়াত ব্যবস্থার নিশ্চিত করতে পরামর্শ দিয়েছেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

এদিকে বরিশাল থেকে কবি তপঙ্কর চক্রবর্তীসহ বরিশাল কবিতা পরিষদ, খুলনা থেকে কবি সেলিনা শীলুর নেতৃত্বে ৫ জন কবি এবং চট্টগ্রাম থেকে কবি ওমর কায়সার এর নেতৃত্বে ১০ জন সাহিত্যকর্মী এ উৎসবে অংশ নেবেন বলে জানালেন সাহিত্য বাজার সম্পাদক আরিফ আহমেদ। তিনি জানান, অর্থনৈতিক সংকট না হলে, এবারই প্রথম সাহিত্য বাজার ময়মনসিংহের দু’জন খ্যাতনামা প্রবীণ ব্যক্তিত্বকে আনুষ্ঠানিক সম্মননা প্রদান করা ছাড়াও সাহিত্য সংস্কৃতির চর্চায় বিশেষ অবদানের জন্য সাহিত্য বাজারের সেরা লেখকদেরও যথার্থ সম্মাননা প্রদান করবে।

হঠাৎ করেই সোহরাওয়ার্দী উদ্যানের চা চক্রেও বৈঠক প্রাঙ্গনে উপস্থিত জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি আসলাম সানী জানালেন, সাহিত্য বাজারের উৎসব অনেকটা আমাদেরই উৎসব। জাতীয় কবিতা পরিষদ এতে যুক্ত থাকবে।

ভারতের তিনজন সাহিত্যকর্মী এতে যোগ দেবেন বলে জানালেন আসলাম সানী।

তিন দিনের চারটি আলোচ্য বিষয়সমূহ :
১ম দিন ২৪ শে এপ্রিল (বৃহস্পতিবার): বাংলাদেশের সাহিত্যচর্চায় সাহিত্য পত্রিকার ভূমিকা
প্রবন্ধ : রহমত রাজু, রাজশাহী বিশ্ববিদ্যালয়, উপস্থাপক : স্বাধীন চৌধুরী
২য় দিন ২৫ শে এপ্রিল (শুক্রবার) : কবিতার আধুনিকায়নের দুর্বোধ্যতায় কমে যাচ্ছে পাঠক
প্রবন্ধ : খসরু পারভেজ, যশোর, উপস্থাপক : কবি শাহাদাত হোসেন নীপু, ঢাকা।
৩য় দিন ২৬ শে এপ্রিল (শনিবার, সকালে) : বাংলাদেশের শিশু সাহিত্য
প্রবন্ধ ও উপস্থাপক : ফারুক নওয়াজ
৩য় দিন ২৬ শে এপ্রিল (শনিবার বিকালে) : পালে লাগবে হাওয়া
প্রবন্ধ উপস্থাপক : তারিক সালাউদ্দিন মাহমুদ
আলোচনা পর্বের সম্ভাব্য অতিথিবৃন্দ হচ্ছেন – ঢাকা থেকে কবি আসলাম সানী, কবি গোলাম কিবরিয়া পিনু, কবি ফারুক নওয়াজ, কবি ও আবৃত্তিশিল্পী ফয়জুল আলম পাপ্পু, আবৃত্তিশিল্পী শাহদাত হোসেন নিপু, বরিশালের তপঙ্কর চক্রবর্তী, হেনরী স্বপন, সানাউল্লাহ সাগরসহ কয়েকজন। চট্টগ্রামের কবি ওমর কায়ছার এর নেতৃত্বে কয়েকজন এবং ময়মনসিংহের প্রদীপ কুমার বিশ্বাস, নজরুল হায়াত, প্রদীপ চন্দ্র কর, মাহমুদ আল মামুন, মোমাররফ করিম, ফরিদ আহমেদ দুলাল, আশরাফ মীর, সোহরাব পাশা, সাজাহান সিরাজী, হরিদাস ঠাকুর, আসাদ উল্লাহ, হাসানাত লোকমান, ইয়াজদানী কোরায়শী, আলী ইউসুফ, সলিম হাসান, সরকার আজিজ, কামাল মুহম্মদ, সাব্বির রেজা, আলী ইদ্রিস, আফজাল রহমান, সুমিতা নাহার, গোলাম সোবহান কোরায়শী, স্বপন ধর, ভাস্কও সেন গুপ্ত, মামুন মাহমুজ, প্রফেসর রোকেয়া আক্তার খানম, আমিনুল হাসান, ড: মঞ্জুরুল আলম চম্পক প্রমূখ। ।

সোর্স: http://prothom-aloblog.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।