আমাদের কথা খুঁজে নিন

   

আরব সিংহ উমর ইবনে আল খাত্তাব

বৃষ্টিতে হাঁটতে ভাল লাগে আমার কারন কেউ দেখেনা দুচোখের জল ধুয়ে যায় বৃষ্টিধারায়

প্রখর তপ্ত বালুকাময় প্রান্তরে হেঁটে চলেছে বৃদ্ধ নারী শিশু আর পৌড়দের এক কাফেলা । উটগুলো নাসারন্ধ কিছুক্ষন পরপর ফুলে উঠছে কাছে পিঠে পানির গন্ধ শোঁকার সহজাত স্বভাবে। দূরে এক উঁচু বালুর পাহাড়ে এক আরবী ঘোড়ায় সওয়ার এক তেজতীপ্ত বেদূইন যুবক অনেকক্ষন ধরে সেই কাফেলার দিকে তাকিয়ে কি যেন ভাবছে। কাফেলার উটগুলোর পিঠে চাপানো সংসারের যাবতীয় বোঝা চাপানো দেখে বোঝা যাচ্ছে এই কাফেলার সদস্যরা আর কখনো হয়ত ফিরে আসবেনা এই তল্লাটে । আর সেই কারনেই সেই বেদূইন যুবক কিছুটা দূঃখিত।

আজকের এই কাফেলার চিরদিনের জন্য চলে যাওয়া তার মনে কোথায় যেন এক ঝড় তুলে চলেছে। সেই বেদূইন যুবক ভেবে চলেছে অনেকক্ষন ধরে কি সেই সত্য ? যেই সত্যর কারনে যুগ যুগ ধরে মক্কায় বসবাসকারী এই কাফেলার দল অনেক অত্যাচার সহ্য করে সমস্ত অধিকারকে জলান্জলী দিয়ে আজ পথের ফকিরের বেশে হেঁটে চলেছে আবিসিনিয়ার পথে। সেই সত্যকে জানার প্রবল আগ্রহ সেই বেদূইন যুবকের মনে দিনে দিনে ছাইচাপা আগুনের মত ধিকিধিকি জ্বলেই চলছিলো । আর সেই কারনেই প্রতিদিন এরকম মক্কা ছেড়ে চলে যাওয়া কাফেলার দলকে সে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত দেখে বাড়ী ফিরে আসাটা তার এক প্রাত্যহিক অভ‌্যাসে দাড়িয়ে গিয়েছিলো অবচেতন মনে। কিন্ত কি একটা অজানা কারনে তার সাহস বা ইচ্ছে করেনি সেই সত্যকে জানার অথবা কাফেলার কারও সাথে কথা বলার।

কিন্ত একদিন সে তার অবচেতন মনেই কি কারনে এরকমই এক মক্কা ছেড়ে চলে যাওয়া কাফেলার কাছে ঘোড়া ছুটিয়ে এগিয়ে গেল।

সেই যুবকের এরকমভাবে ছুটে আসতে দেখে কাফেলার অনেকেই ভীত হয়ে উঠল। শিশুদেরকে নিয়ে মহিলাদের দল জড়সড় হয়ে আড়ালে লুকালো কিছু যুবক আর প্রবীনের দল দ্বিধামিশ্রিত হয়ে খোলা তরবারী নিয়ে মুখামুখি হল সেই বেদূইন যুবকের কারন এই যুবক সেই সত্যকে গ্রহন করার কারনে কুরাইশদের সাথে মিলে তাদের উপর চালিয়েছে অনেক অত্যাচার। তারা ভাবছিলো হয়ত কোন বদমতলবে আবার কোন অত্যাচার বা হত্যার উদ্দেশ্য এই যুবকের আগমন। কিন্ত কাছে আসতেই সেই যুবক তাদের কে আশ্বস্ত করলো তার খোলা তরবারী খাপে ভরে ।

ঘোড়া থেকে নেমে সেই বেদূইন যুবক দৃপ্তপদে এগিয়ে গেল সে উম্মে আবদুল্লাহ বিনতে হানতামাহের কাছে।

(১) " তোমরা কি একেবারের জন্য এই মক্কা ছেড়ে চলে যাচ্ছো ?" বেদূইন যুবকের এই প্রশ্নে উম্মে আবদুল্লাহ বিনতে হানতামাহ অনেকটা ঘৃনা আর দ্বেষমিশ্রিত ভাষায় জবাব দিলো " তোমাদের এই অত‌্যাচারে আমাদের আর কি বা করার আছে, নিজের বসতভিটা তাই আজ চিরদিনের জন্য ছেড়ে আমরা আল্লাহর আদেশে এই পবিত্রভূমি ছেড়ে চলে যাচ্ছি , যতদিন না আল্লাহ আমাদের আবার তাঁর এই পবিত্র ভূমিতে ফিরিয়ে না আনেন"। উম্মে আবদুল্লাহ বিনতে হানতামাহের এই তেজদৃপ্ত জবাবে কিছুটা বিচলিত হয়ে সেই বেদূইন যুবক বললো " আল্লাহ তোমাদের যাত্রাপথে সহায় হউন"।
কালক্ষেপন না করে সেই আরব বেদূইন যুবক লাফিয়ে ঘোড়ায় উঠে জোড়ে ঘোড়া ছুটিয়ে নিমিষেই ঝড়ের বেগে দৃষ্টিসীমার আড়ালে মিলিয়ে গেল। আবারো সেই কাফেলার দল তাদের গন্তব্যস্থানের দিকে যাত্রা শুরু করল।

উম্মে আবদুল্লাহ বিনতে হাতমাহ শুধু ভাবতে লাগলেন তিনি আজ যা দেখেছিলেন সেই বেদূইন কুরাইশ যুবকের চোখের কোনে সেই চোখের ভাষা কি তিনি পড়তে ভুল করেছিলেন? আসলেই কি আরবের সিংহশার্দূল বীরদের মাঝে যিনি অন্যতম সেই সময়ে সেই উমর ইবনে আল খাত্তাবের চোখে আজ তিনি কি দেখে ছিলেন তাদের জন্য এক অব্যক্ত বেদনার প্রতিচ্ছবি ? মনের সেই গোপন প্রশ্ন কে আপাতত চেপে রেখে উম্মে আবদুল্লাহ বিনতে হাতমাহ উঠে বসলেন উঠের পিঠে এক অজানা গন্তব্যর পথ ধরে কাফেলার সাথে এগিয়ে চললেন।

(২) কিন্ত সেই অত্যাচারী বেদুইন যুবকের চোখের কোনে আজকের দেখা সেই আদ্রতা তাকে অস্থির করে তুললো । বিষয়টি অবশেষে তিনি সত্যর আরেক অনুসারী আমির ইবনে রাব্বিয়াহকে বললে, তিনি অনেক তাচ্ছিল্য আর অবিশ্বাসের সাথে বললেন " তার মানে তুমি কি বলতে চাও সেই কঠোর অত্যাচারী বেদূইন যুবক অবশেষে ইসলামের ছায়ায় আশ্রয় নিবে? খানিক ক্ষন হেসে আমির বললেন এই কথাটা বিশ্বাসের চাইতে সেই অত্যাচারী যুবকের গৃহপালিত গাধাটা বরং ইসলাম গ্রহন করবে এই কথাটা বললে আমি বিশ্বাস করতে রাজী আছি। "
তবু যেন উম্মে আবদুল্লাহ বিনতে হাতমাহ বিশ্বাস করতে ভাল লাগছিলো যে হয়ত সেই অত্যাচারী বেদূইন যুবকের চোখে যদি তিল পরিমান দয়ার উদ্রেক হয় তাহলে হয়ত সেটা মক্কার অনুসারীদের জন্য হতে পারে মহান আল্লাহ পক্ষ থেকে এক বিশেষ রহমত। শুধু উম্মে আবদুল্লাহ বিনতে হাতমাহ নয় বরং এই প্রার্থনা ছিল সে সময়কার মক্কার সত্য অনুসারীদের সকলের।

কারন সেই অত্যাচারী বেদূইন যুবক ছিলো আরবের কুরায়শ বংশের এক উজ্জল নক্ষত্র, একজন সাহসী বীর তিনি ছিলেন আল খাত্তাবের ছেলে উমর ইবনে আল খাত্তাব।

(১) এবং (২)

[Seerah ibn Hishaam (1/216) and Fadaail As-Sahaabah (1/341), by Imaam Ahmad. The chain of this narration is Hassan.]

(চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।