আমাদের কথা খুঁজে নিন

   

নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে জুতা নিক্ষেপ

আমরা ভদ্র পোলাপান, প্রেম টেম কইরা ঝামেলা বাড়াইনা! ধর্ম ও রাজনীতি নিয়ে মন্তব্য করায় লাঞ্ছনার শিকার হলেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আন্তর্জাতিক কিরাত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। এসময় তার দিকে জুতাও নিক্ষেপ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান , বেসরকারি সংগঠন কোরআন রিসাইটেশন এসোসিয়েশনের (ইকরা) উদ্যোগে গতকাল কিরাত সম্মেলনের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ছাড়াও মিসর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, ব্রুনাইসহ ৮টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বাদ মাগরিব প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। বক্তব্যের এক পর্যায়ে শাহজাহান খান বলেন, 'ইসলাম পবিত্র ও শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত না। রাসুল (সা.) ধর্ম নিয়ে রাজনীতি করেননি। ' এই বক্তব্য দেয়ার সঙ্গে সঙ্গেই উপস্থিত লোকজন তার মন্তব্যের প্রতিবাদ করেন।

তারপরও তিনি বক্তব্য অব্যাহত রাখলে এক পর্যায়ে তার দিকে জুতা নিক্ষেপ শুরু হয়। অবস্থা বেগতিক দেখে তিনি দ্রুত মিলনায়তন ত্যাগ করেন। তার সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামীম মো: আফজালও চলে যান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.