আমাদের কথা খুঁজে নিন

   

আজ এক ছোট্ট বোনের কথা বলি-



আজ এক ছোট্ট বোনের কথা বলি। নাম জেন্নিরা রুম্মান। জন্ম ২০০২ খ্রিষ্টাব্দে। বোনটি সবে রংপুরে দ্যা মিলেনিয়াম স্টার্রস -এ ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। এখনো বয়সে নবীন, কৈশোরের গণ্ডিতেই অবস্থান।



দুঃখের হলেও সত্য যে আমাদের এই ছোট্ট বোনটি নিউরোলজি সমস্যার কারনে গত তিনটি বছর বিছানায় শুয়ে কাটিয়েছে। তবে সে গত দুইমাস যাবত একটু চলাফেরা করতে পারছে।

বোনটি এই সামান্য বয়সে কত কষ্টের সময় পার করছে তা আমি ব্যাখ্যা করছি না, তবে তুলে ধরছি তার অসামান্য প্রতিভার কথা। সে বিছানায় দীর্ঘ দিন শুয়ে থেকে অসংখ্য কবিতা আর গান লিখেছে। শুধু তাই নয় এবারের ২০১৪ এর বই মেলায় তার লেখা "একলা পথে কঠিন সময়" কাব্যগ্রন্থটি প্রকাশ পায়।



এই ছোট্ট বোনকে হয়তো অনেকেই জানেন না কিন্তু আমি গর্ব করে বলতে পারি এই বোনের লেখা "ভালবাসি মা" নামের কবিতাটি পড়লে আপনি কাঁদতে বাধ্য।

এই বয়সে যার "সম্পর্ক" শব্দটি উচ্চরন করতে কষ্ট হবার কথা তার লেখা "সম্পর্ক" কবিতাটি পড়লে আপনি "সম্পর্কের" অর্থ নতুন করে জানবেন আর একবার।

সে কবিতায় জানিয়েছে "বন্ধু" কি? "সময়" এর মূল্য!", "জীবনের শেষ", "দেশ" কি?, "স্বপ্ন" কি?, বুঝিয়েছে "অপেক্ষা", জানিয়েছে "নৃশংস ব্যথা", সাথে তার "বোবা মন"।

শুধু এখানেই শেষ নয় এই ১৩ বছরের বোনটি হয়তো ৩৩ বা ৫৩ বছরের মানুষকে কিছু শিখাতে পারবে তার "বৃদ্ধাশ্রম" কবিতাটির মাধ্যমে।

এই ছোট্ট বোনটি অসুস্থতার কারনে এখনো ভাতের পরিবর্তে তরল জাতীয় খাবার খেয়ে বেঁচে থাকে।

বিধাতার কাছে ফরিয়াদ জানাই ছোট্ট বোনটি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।

আপনাদের সবার কাছে অনুরোধ মাত্র ১৩ বছরের এই বোনটির সুস্থতার জন্য দোয়া করবেন। দোয়া করবেন যেন তার প্রতিভা আরও বিকশিত হয়।

যদি আপনাদের সময় ও সুযোগ হয় তাহলে অবশ্যই তার লেখা "একলা পথে কঠিন সময়" বইটি পড়বেন। বইটি পাওয়া যাচ্ছে-
রংপুর সাহিত্য - সংস্কৃতি পরিষদে।

রংপুর বই মেলা (রংপুর টাউন হল)। যোগাযোগ- 8801716345488

(পোস্টটি শেয়ার করে অন্যদেরকে জানালে কৃতজ্ঞ থাকব। )
_________________
এছাড়াও আপনাদের কুরিয়ার ঠিকানা ও মোবাইল নাম্বার আমাকে কমেন্ট/মেসেজ করুক। সিগ্রহি আপনাদের নাম্বারে যোগাযোগ করে তারা বই পাঠাবেন।
(বই মূল্য ৮০ টাকা+কুরিয়ার সার্ভিস ও বিকাশ)
________________



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।