আমাদের কথা খুঁজে নিন

   

শুধু তোমার হাতের চায়ের জন্য আমি তোমাতে তৃষ্ণার্ত হই

আমি আমার আনন্দে লিখি!!!




শুধু তোমার হাতের চায়ের জন্য আমি তোমাতে তৃষ্ণার্ত হই
লিকার কম হোক, দুধ চিনি বেশী হোক আমার কোন আপত্তি নেই!
দরকার নেই কোন কাচাঁপাতির, দরকার তোমার হাতের ছোঁয়ার
সিরামিকের কাপের প্রয়োজন নেই, দরকার তোমার ঠোঁটে পরিবেশন!
তোমার নান্দনিকতায় সে চায়ে অতিজরুরী চামচেরা নিষ্প্রয়োজন!

শুধু তোমার হাতের চায়ের জন্য আমি তৃষ্ণার্ত হই!!!
উষ্ণতার জন্য তিতাস কোম্পানী নয়, সেজন্য দরকার তোমার স্পর্শ
ধোঁয়া ওঠার জন্য তীব্র হিট নয়, প্রয়োজন তপ্ত-উত্তপ্ত নিঃশ্বাসের!
বাছাই করা চা পাতার দরকার নেই, তোমার আঙ্গুল যে পাতা চেনে!
আমি নাহয় তোমার বানানো চা, বহু চুমুকে ঠান্ডা করেই দেব!

অতঃপর, তুমি আবার নতুন করে জল চড়াবে, আমি উদ্যমী হব
নতুন করে বলব, এক কাপ চা হবে গো? আমি যে ফির তৃষ্ণার্ত!!!

আমি যে শুধু তোমার হাতের চায়ের জন্য তোমাতে তৃষ্ণার্ত!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.