আমাদের কথা খুঁজে নিন

   

কি করিলি কন্যা তুই




ফুলটাতো গাছেই ছিল, হেলে দোলে দোলছিল
সেই ফুল ছিড়ে কন্যা খোপায় পড়িল
কি দেখিলাম আমি কি দেখিলাম
এমন ভাল লাগল কন্যা কেমনে ভুলিতাম।
কি করিলি কন্যা তুই কি করিলি
জানে মারিলি আমায় প্রাণে মারিলি।।

আসতে যেতে কত কথা মনে পড়ছিল
কন্যা তখন পুকুর ঘাটে জল ঘাটছিল
আপন মনে নির্জনে সে গাইছিল গান
এমন মধুর কন্ঠ কন্যার কেমনে ভুলিতাম।
কি শুনাইলি কন্যা তুই কি শুনাইলি
জানে মারিলি আমায় প্রাণে মারিলি।।

মাঝরাতে কন্যা আসে আমার ঘুমের ঘোরে
আসে কন্যা হাসে কন্যা মুখে টোল পড়ে
দিচ্ছি চুম ভাংল ঘুম হলনা মনষ্কাম
কন্যার গালে টোল ছিল তা কেমনে ভুলিতাম।
টোল পড়া গালে কন্যা কেন হাসিলি
জানে মারিলি আমায় প্রাণে মারিলি।।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.