আমাদের কথা খুঁজে নিন

   

মিরাটবাসীর ঘুম কেড়ে নিলো চিতা

ভারতের উত্তরাঞ্চলীয় শহর মিরাটের বাসিন্দাদের ঘুম কেড়ে নিয়েছে একটি চিতাবাঘ। গত ২৪ ঘণ্টায় অন্তত পাঁচজনকে আঁচড়ে-কামড়ে আহত করেছে এই চিতা।

চিতার ভয়ে শহরের স্কুল, কলেজ ও বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি চিতার ভয়ে বাড়ির বাইরে যাচ্ছে না শহরের মানুষ। তাই মিরাট শহরের রাস্তাঘাট প্রায় জনশূন্য।

টাইমস অব ইন্ডিয়া ও বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, শহরের বিভিন্ন স্থানে চিতাটিকে দেখার খবর পাওয়া গেলেও আটক বা অচেতন করা যায়নি। তাই শহরজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

গত রবিবার বিকেলে একটি গুদামঘরে প্রথম চিতাটির দেখা মেলে। পরে সেটি একটি হাসপাতালে ঢোকে। হাসপাতালের একটি কক্ষে চিতাটিকে কয়েক ঘণ্টা ধরে আটকে রাখা হয়েছিল।

কিন্তু পরে এটি জানালা দিয়ে পালায় সেটি।

আশপাশের কোনো জঙ্গল থেকে চিতাটি শহরে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চিতাটিকে ধরতে বিপুলসংখ্যক পুলিশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞকে তলব করা হয়েছে। তবে এখন পর্যন্ত তারা এটিকে অনুসরণ করতে বা ধরতে পারেননি।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.