আমাদের কথা খুঁজে নিন

   

অমর একুশে গ্রন্থমেলা ২০১৪ :: দিনপঞ্জি :: ফেব্রু ২৪/২০১৪


আজকে বইমেলার ২৪তম দিনে খুব কম সময়ের জন্য গিয়েছিলাম।
বিকালের পর আমি এবং কবি বন্ধু রোদেলা ঘুড়ি স্টলে বসেছিলাম। কিছুক্ষণ পরই এসেছিলেন ব্লগার সেলিম আনোয়ার ভাই। টুকটাক আলাপ হল। সামহোয়ার ইন ব্লগে আমার খুব প্রিয় একজন ব্লগার তিনি।

ছবি তুললাম উনার। এক রঙ্গা এক ঘুড়ি'র বই নিয়ে কিছু কথা জানালাম উনাকে

কিছুক্ষণ পরে ছবি তোলা-তুলি আর হাসাহাসি হল কবি কুহকের সঙ্গে। "নির্বাসিত জোছনা দল" কাব্যগ্রন্থ নিয়ে দুজনে পোজ দিয়া ছবি তুললাম এলেন কিছু ডাক্তার ভাই বোন। তারা গতকাল মোড়ক উন্মোচিত হওয়া ডাঃ মোহিব নীরব সম্পাদিত 'প্লাটফর্ম' পত্রিকাটি সংগ্রহ করলেন।

এসেছিলেন রোদেলার এক ফটোগ্রাফার বন্ধু।

সঙ্গে তার মেয়ে অর্পা।
কথায় কথায় জানা গেলো অর্পা একজন ক্রিকেটার। সে অলরাউন্ডার পাশাপাশি সে সুন্দর ছবিও আঁকে। মুনিম ভাই সংগ্রহ করলেন 'পঞ্চপত্রের উপপাদ্য' এবং 'জলজ ছায়ায়' কাব্যগ্রন্থ দু'টি এবং যথারীতি ফটো + অটো গ্রাফ

ঘুড়ির স্টলে এসেছিলেন ফেসবুক বন্ধু অপুর্ব। তিনি সংগ্রহ করলেন নির্বাসিত জোছনাদল এবং আমাদের সাহিত্যপত্রিকা।

সন্ধ্যার পর কবি রোদেলা চলে যাবার পর বেশ কদিন বিরতির পর কবি ফাতিন এসেছিলেন স্টলে। কিছুক্ষণ নানা বিষয়ে আলাপ আলোচনা হল।

আজকেও লিটল ম্যাগ চত্বরে বেশ লোক সমাগম ছিল।
সাড়ে আটটার পরেও আজকে অনেকেই আড্ডা দিচ্ছিল। আমি আর ফাতিন দেরি করিনি।

স্টল বন্ধ করে দুজন মিলে চা সিগারেট খেয়ে একে অন্যের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ীর পথে ধরেছি













সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।