আমাদের কথা খুঁজে নিন

   

প্রেসক্রিপশন

পেছন কোমরে ব্যথা, বারবার প্রস্রাব সংক্রমণ- পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে ধরা পড়ল কিডনির পাথর। এরপর তা অনেককেই বিচলিত করে। চিকিৎসা না করলে ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমতে থাকে এবং একসময় একেবারেই অকার্যকর হয়ে যেতে পারে। এ কার্যক্ষমতা কমতে থাকা নির্ভর করে পাথরের ধরন, অবস্থান, আকৃতি এবং সঠিক চিকিৎসা ও পরবর্তী ব্যবস্থা নেওয়ার ওপর।

কারণ : কিডনিতে বারবার সংক্রমণ এবং যথোপযুক্ত চিকিৎসা না করা, দৈনিক অল্প পানি গ্রহণ, খাবারে অধিক আমিষ গ্রহণ এবং কম ফলফলাদি ও শাকসবজি খাওয়া, বেশি বা খুব কম ক্যালসিয়ামযুক্ত খাবার, বংশগত ত্রুটির জন্যও হতে পারে।

উপসর্গ : মাঝে মাঝে প্রস্রাবের সঙ্গে ছোট ছোট পাথর যাওয়া, নিচের পেটের দুপাশে, বা কোমরে তীব্র ব্যথা, রক্তবর্ণেও লাল প্রস্রাব, ব্যথা, জ্বালা

পোড়া থাকতে পারে।

চিকিৎসা : চিকিৎসানির্ভর করে পাথরের অবস্থান, আকার, কিডনির কার্যকারিতা এবং প্রস্রাবের প্রতিবন্ধকতার ওপর। কিছু ক্ষেত্রে পাথর অপসারণের জন্য অস্ত্রোপচারের মাধ্যমে পাথর বের করা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে অস্ত্রপচার

না করে ওষুধ সেবন করেও ব্যবস্থা নেওয়া যেতে পারে।

 

ডা. এম এস সিকদার,

মেডিসিন বিশেষজ্ঞ।

ফোন: ০১৭১১০০৭৮৮৯

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১২ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।