আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশকে নিয়ে সতর্ক ভারত

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক বলেন, “সাকিব ও তামিম বাংলাদেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ওদের জায়গায় যারা দলে এসেছে তারা হয়তো তেমন পরিচিত নয়। তারপরও বাংলাদেশ ওয়ানডেতে ভালো দল। আমরা ওদের সমীহ করছি। ”

গতবার বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছিল ভারত।

এবার শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হেরে গেলেও স্বাগতিকদের বিপক্ষে ভীষণ সতর্ক টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নরা।

“বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে চমৎকার দল। শ্রীলঙ্কার বিপক্ষে কয়েকটি ম্যাচ শেষ পর্যন্ত লড়াই করেছে। ওদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। ”

ইদানীং ওয়ানডেতে সাফল্য নেই ভারতের।

সর্বশেষ ১০টি ওয়ানডের মধ্যে সাতটিতেই হেরেছে ভারত। জিতেছে মাত্র একটি, টাই করেছে একটি, অন্যটি পরিত্যক্ত হয়েছে।
 

দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড সফরে ৫০ ওভারের ক্রিকেটে বিধ্বস্ত হলেও এশিয়া কাপে ভালো খেলার প্রত্যয় কার্তিকের কণ্ঠে। তিনি বলেন, “এটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। বিশেষ করে দলের তরুণ সদস্যদের জন্য।

আমরা এই টুর্নামেন্টে খেলার জন্য সাগ্রহে অপেক্ষা করছি। ”

নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চোটের কারণে শেষ মুহূর্তে দলে এসেছেন কার্তিক। খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দেয়ার প্রতিশ্রুতি তার।

“তিন-চার দিন আগে দলে ডাক পেয়েছি। ভারতীয় দলের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত।

নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.