আমাদের কথা খুঁজে নিন

   

হে শহীদ ভাইয়েরা,

আমার কিছু বলার নাই।

“আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার............”
হে শহীদ ভাইয়েরা,
আমি সত্যিই সেদিন চিৎকার করে কাঁদতে পারিনি। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। শুধু আক্ষেপ করে বলেছিলাম,“আমার মাতৃভূমি কে প্রায় ধ্বংস করে দিল হায়েনার দল!!!অথচ আমার সেনাবাহিনী,আমার র্যা ব,আমার পুলিশ কিছুই করতে পারলো না!!!”আমার কোন এক বন্ধু তখন আমাকে বলেছিল,“অবশ্যই পেরেছে। গিয়ে দ্যাখো,কি দক্ষতার সাথে তারা শহীদদের বীভৎস লাশ গণকবর থেকে উদ্ধার করছে।


তোমাদের জন্য এখনো আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়,নীরবে অশ্রু বিসর্জন দেই। নামাজ পরে দুয়া করি তোমাদের জন্য,কিন্তু যেয়ারতের জন্য একদিনও তোমাদের কবরের সামনে গিয়ে দাঁড়াইনি। কোন মুখে দাঁড়াব বলো?তোমাদের খুনিদেরকে যে এখনো কেটে কুচি কুচি করে আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারেনি আইন। তোমাদেরকে যে দিন শহীদ করা হয়েছিল ঠিক সেদিনই যে আমরা এশিয়া কাপ ক্রিকেটের উদ্বোধন করেছি। ছক্কা__________! বলে উল্লাস করছি।

আমাদের প্রধানমন্ত্রী,যিনি কিছুই করতে পারেননি যখন তোমাদের কে মেরে ওরা মাটিচাপা দিচ্ছিল,তিনি সম্ভবত ঠিকই অনেক ফুল দিয়ে এসেছেন তোমাদের সারি সারি পবিত্র কবরগুলোর উপর। এত ফুল পেয়ে তোমরা খুশি হয়েছ কিনা জানিনা। খুশি হওয়ার তো কথা নয়। তোমাদের মতো শ্রেষ্ঠ প্রাণগুলোকে যেখানে গুলি করে,বেয়োনেট দিয়ে খুচিয়ে নিঃশেষ করা হয়েছে সেখানে এসব পুষ্পাঞ্জলি তুচ্ছ। ফুল দিয়ে কি রক্ত ঢাকা যায়?
জানি,শত শত পদস্থ আপদস্থ আর বিশিষ্টদের মূল্যবান বাণীর ভীড় ঠেলে আমার মতো তুচ্ছ লোকের হৃদয় বিগলিত রক্তিম অশ্রু তোমাদের কাছে পৌছানো প্রায় অসম্ভব।

যদি পৌছায়,তবে মাফ করে দিও আমাকে ও আমাদেরকে। কিন্তু মাফ করোনা সেইসব লোকদের,যারা তোমাদের মরতে দেখেছে কিন্তু সাহায্য করার সামর্থ থাকা সত্তেও এগিয়ে আসেনি তোমাদের দিকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।