আমাদের কথা খুঁজে নিন

   

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বেলা দুইটায়। মঙ্গলবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে ১২ রানে হারায় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে ‘ছন্দপতন’ ঘটলেও এশিয়া কাপে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের। ইতিহাসও অনুপ্রেরণা স্বাগতিক দলের। বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ভারতকে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের।

২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ‘ফেভারিট’ ভারতকে হারিয়ে ক্রিকেট-বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশ। দুই বছর আগে বাংলাদেশেই অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের ব্যর্থতার কারণও বাংলাদেশ। শচীন টেন্ডুলকার শততম আন্তর্জাতিক শতক পেলেও ভারত হেরে যায়। ২৯০ রান তাড়া জিতে ফাইনালের পথে এগিয়ে যায় মুশফিকুর রহিমের দল।

এবার মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না ও যুবরাজ সিংয়ের অনুপস্থিতিতে ভারতের ব্যাটিং লাইন-আপে অভিজ্ঞতার ঘাটতি আছে।

তবু প্রতিপক্ষের ব্যাটিংকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করছে বাংলাদেশ।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।