আমাদের কথা খুঁজে নিন

   

কীভাবে ওয়ার্ডপ্রেসের পুরনো ভার্সন-এ ফিরে যাবেন

স্বাগতম আমার ব্লগে



নিরাপত্তা, নতুন ফিচার ইত্যাদি কারণে আমরা অ্যাপ্লিকেশন ভার্সন আপগ্রেড (Upgrade) করি; কিন্তু কখনো কখনো আপনাকে ডাউনগ্রেড (Downgrade) করতে হতে পারে।
কিছুদিন আগের ঘটনা, আমি একটা ওয়ার্ডপ্রেস সাইটে প্রিমিয়াম থিম ব্যবহার করছিলাম। ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সন আসার সাথে সাথে ওয়ার্ডপ্রেস আপগ্রেড করে ফেললাম। সমস্যা দেখা দিল থিম নিয়ে, ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সনে আপগ্রেড করার পর থেকে পেজিনেশন কাজ করছিল না। পরে বাধ্য হয়ে ডাউনগ্রেড করলাম।



এরকম সমস্যায় আপনাকেও পড়তে হতে পারে। কী করবেন তখন? কারণ, ওয়ার্ডপ্রেসে আপগ্রেড করার জন্যে অপশন থাকলেও, ডাউনগ্রেড করার কোনো অপশন নেই।
আমি কীভাবে পুরনো ভার্সন-এ গেছি দেখুন-

১) আপনি আগে কোন ভার্সন ব্যবহার করছিলেন, সেটা নিশ্চয়ই জানেন। এই লিংকে গিয়ে আপনার পুরাতন ভার্সনটি ডাউনলোড করে নিন। লিংকঃ http://wordpress.org/download/release-archive/
২) ZIP ফাইলটি আপনার কম্পিউতারে Unzip (Extract) করুন।

এখানে wp-admin, wp-content এবং wp-includes নামের ৩টি ফোল্ডার সহ বেশ কিছু ফাইল আছে। আপনি wp-admin এবং wp-includes ফোল্ডার দুটি কপি করুন। ছবি দেখুন-

ওয়ার্ডপ্রেসের পুরনো ভার্সন
৩) আপনার সার্ভার থেকে wp-admin এবং wp-includes ফোল্ডার দুটি ডিলিট করে দিন।
৪) আপনার কম্পিউটার থেকে wp-admin এবং wp-includes ফোল্ডার দুটি সার্ভারে আপলোড করুন।

আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে।

আমি এভাবে কাজ করেছি, এবং সফলভাবে শেষ করেছি। পুরো বিষয়টা কিছুটা ঝুঁকিপূর্ণ। সাবধানতার সাথে কাজ করুন। কোনো রকম ক্ষতির জন্যে আমি দায়ী থাকবো না।

- বোনাসঃ ওয়ার্ডপ্রেস উইজেটে PHP কোড লিখবেন যেভাবে -


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.