আমাদের কথা খুঁজে নিন

   

অমর একুশে গ্রন্থমেলা ২০১৪ :: দিনপঞ্জি :: ফেব্রু ২৫/২০১৪


আজকে অমর একুশে গ্রন্থমেলায় গিয়েছিলাম বিকাল ৪টার দিকে। ‘এক রঙ্গা এক ঘুড়ি’ স্টলে তখন ছিলেন ব্লগার মাসুম বাদল ভাই এবং ব্লগার আমির আসহাব ভাই। মাসুম বাদল ভাই এক রঙ্গা এক ঘুড়ির প্রায় সকল বই কিনলেন। বিশাল এক প্যাকেট হল উনার আমরা দুজন চা সিগারেট খেলাম। আড্ডা হল।



স্টলে ফেরার পর এলেন ব্লগার মোজাম্মেল কবীর ভাই। তিনি সংগ্রহ করলেন 'নির্বাসিত জোছনাদল' কাব্যগ্রন্থ। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিলেন ব্লগার আমি কালপুরুষ, প্রচ্ছদ-শিল্পী নবী হোসেন, জিনজির, কবি ফাতিন আরফি। তীরন্দাজ নিয়ে কিছু কথা হল।

গল্পকার মামুন ম আজিজ এবং কবি তাহমিদুর রহমানকে স্টলে রেখে আমি বের হয়ে উদ্যানের ভেতরে বইমেলার অংশে গেলাম; উদ্দেশ্য কবি আইরিন সুলতানা এবং কামরুন নাহার রুনুর কবিতার বই দুটো কিনবো;
স্টল খুঁজে দুজনের বই সংগ্রহ করলাম

ফিরে আসার পর কিছুক্ষণ পরেই এলেন ব্লগার মেজদা।

এলেন সিলেট থেকে আসা অতিথি সামী রহমান ভাই, হারুন ভাই এবং মামুন ভাই। তারা সহ সবাই মিলে ঘুরে ঘুরে "এক রঙ্গা এক ঘুড়ি" এবং 'অনুপ্রাণন' থেকে সকল বই সংগ্রহ করলেন।
কবি কুহক কাজী মেহেদী হাসান সহ আমাদের সবার সম্মিলিত অটোগ্রাফ/ফটোগ্রাফ চললো প্রায় ঘণ্টা ব্যাপী

সন্ধ্যার পরে আমাদের সাথে যোগ দিলো সুপ্রিয় মাজহারুল রুবেল। সবাই মিলে বাংলা একাডেমীর বাইরে চা পর্ব হল। তখন হাতে পেলাম ব্লগার গোলাম মোস্তফা সংগ্রাম ভাইয়ের "দু'চোখে শ্রাবন" অন্যটি গোলাম মোস্তফা সংগ্রাম, নাসরিন চৌধুরী, শারদ শিশির, এইচ.আই. সজল এর কবিতা সংকলন " প্রবঞ্চিত যুবকের রাত্রি কাটে নিষিদ্ধ রাজপথে"।


উপস্থিত সকলেই পেয়েছি থ্যাংকু!!

রাতে আমাদের সাথে যোগ দিলো ব্লগার চারু মান্নান ভাই এবং একজন মীর। একজন মীর স্টল বন্ধ করার পর এসে চাইলো নির্বাসিত জোছনাদল তাকে আজকেই প্রথম দেখেছি; আহ কি উচ্ছ্বাস।
ভালো লেগেছে মীরের সঙ্গে দেখা হয়ে

আজ বেশ ভীড় ছিল বইমেলায়।
অনেকেই শেষ মুহুর্তের জন্যে হলেও মেলায় ঢু দিচ্ছেন।
অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে।

এসেছেন বন্ধু বান্ধব সহ দল বেধেও।
স্কুল কলেজের ড্রেসেও অনেককেই দেখা গেছে – সব মিলিয়ে বই মেলার শেষ কয়েকটি দিন বেশ আনন্দে কাটছে বলা যায় -

আজকে আমি ক্যামেরা নেই নাই।
পোষ্টের ছবি তুলেছেন মাসুম বাদল ভাই, রুবেল, এবং আমির আসহাব ভাই। এডিট করসি আমি



















সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।