আমাদের কথা খুঁজে নিন

   

দুই জেএমবির ১৫ বছরের কারাদণ্ড

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির দুই সদস্যকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। দণ্ডিতরা হলেন নারায়ণগঞ্জের ফরাজীকান্দা সরকারবাড়ির সাইফুল ইসলাম এবং দিনাজপুরের নবাবগঞ্জের নীলকণ্ঠপুরের আবদুর রহমান আলাল ওরফে ফাহাদ। বিস্ফোরক আইনে করা একটি মামলায় তাদের এ দণ্ড দেওয়া হয়। আরেক আসামি মেহেরপুরের গাংনী উপজেলার রংমহলের আবু তালেব খালাস পেয়েছেন। গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এ বি এম সাজেদুর রহমান এ রায় ঘোষণা করেন।

আদালত দণ্ড পাওয়া দুই আসামিকে ২৫ হাজার টাকা করে জরিমানাও করেন, অনাদায়ে দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার আগে কারাগার থেকে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি আবু তালেব আদালতে হাজির ছিলেন। তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন। ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইলের রাবনা বাইপাসে মেহেরপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস থেকে এ দুজনকে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যমতে গাজীপুরের সফিপুর, নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর থানা এলাকা থেকে ডেটোনেটর, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। ওই দিনই এ ঘটনায় টাঙ্গাইল থানায় মামলা করেন টাঙ্গাইল সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. আবদুর রব। সাইফুল ও ফাহাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনেও টাঙ্গাইলে মামলা রয়েছে। এ ছাড়া হত্যা মামলাও রয়েছে।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।