আমাদের কথা খুঁজে নিন

   

ইউটিউব থেকে ২৪ ঘন্টার মধে্য বহুল সমালোচিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ মুছে ফেলার নির্দেশ গুগলকে।



ওয়াশিংটন পোস্ট পত্রিকার একটা খবরে এসে চোখ আটকে গেলো। হেডলাইনটা এরকম - কপি রাইটের আওতায় যুক্তরাষ্ট্রের নবম সার্কিট আপীলাত আদালত ইউটিউব থেকে '‘ইনোসেন্স অব মুসলিমস’ মুভি খানা সরিয়ে ফেলতে ২৪ ঘন্টার সময় দিয়েছে।

আদালতে এক আবেদনের প্রেক্ষিতে গুগলকে ইউটিউব থেকে সমালোচিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ‘ইনোসেন্স অব মুসলিমস’ একটি ইসলাম বিরোধী ভিডিও, যা ২০১২ সালে প্রচন্ড বিতর্কের মুখে পড়ে।
‘ইনোসেন্স অব মুসলিমস’ অভিনেত্রী ক্যান্ডি লি গার্সিয়ার অভিযোগের প্রেক্ষিতে এ আদেশ দিলেন আদালত।

২-১ ভোটে যুক্তরাষ্ট্রের নবম সার্কিট আপীলাত আদালত গার্সিয়ার আবেদন গ্রহণ করে গুগল এবং ইউটিউবকে এ আদেশ দেন।

গার্সিয়া তার অভিযোগে বলেন, ‘ইনোসেন্স অব মুসলিমস’ আসলে সম্পূর্ণ ভিন্ন একটি ছায়াছবি। তাঁকে এ ধরণের ছবির জন্য চুক্তি করা হয়নি। তিনি এর প্রেক্ষিতে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনে আদালতের স্মরণাপন্ন হন।
উল্লেখ্য, হযরত মোহম্মদ (সাঃ) কে কটাক্ষ করার কারণে ‘ইনোসেন্স অব মুসলিমস’ ছবিটি সারা দুনিয়া জুড়ে বিতর্কের মুখে পড়ে।

বাংলাদেশেও ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর এই ভিডিও প্রদর্শন ঠেকাতে ইউটিউব বন্ধ করে দেয় সরকার ।

যাক - অবশেষে বোধোদয় ঘটলো।
সূত্রঃ ওয়াশিংটন পোস্ট
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.