আমাদের কথা খুঁজে নিন

   

মাওয়া ঘাট ‘আপাতত’ যাচ্ছে শিমুলিয়ায়

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী জুন মাসের মধ্যে এই ঘাট অস্থায়ীভাবে শিমুলিয়ায় স্থাপন করা হবে। পরে এই ঘাটের স্থায়ী ঠিকানা হবে কান্দিপাড়া।

“পদ্মা সেতু নির্মাণে মাওয়া ফেরিঘাট একটি প্রতিবন্ধকতা। ঘাট স্থানান্তরের সিদ্ধান্তের ফলে এ প্রতিবন্ধকতা দূর হলো। ”

সচিবালয়ে ‘মাওয়া ফেরিঘাট স্থানান্তর এবং কান্দিপাড়া নদী ভাঙ্গনরোধে গৃহীত ব্যবস্থার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা’ শেষে ওবায়দুল কাদের এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি জানান, শিমুলিয়ায় ফেরিঘাট স্থানান্তর করতে ১০৫ কোটি টাকা খরচ হবে এবং স্থায়ীভাবে কান্দিপাড়ায় নিতে ৫০০ কোটি টাকার বেশি খরচ পড়বে।

নৌ পরিবহণ মন্ত্রণালয় ঘাট স্থানান্তরের কাজটি করবে বলে জানান মন্ত্রী।

ঘাট স্থানান্তরে মাওয়া-শিমুলিয়া এক কিলোমিটার সড়ক দ্রুততার সঙ্গে করা হবে জানিয়ে কাদের বলেন, “ডিপোজিট ওয়ার্ক হিসেবে এ কাজ সেনাবাহিনীকে দেয়া হচ্ছে। ”

আগামী জুনে মূল পদ্মা সেতু এবং আগামী অগাস্টে মূল নদী শাসনের কাজ শুরু হবে বলেও যোগাযোগ মন্ত্রী জানান।

নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.