আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিয়া-প্রতিক্রিয়া

শেষ বিচারে, আইজাক সাহেবের তৃতীয় সূত্র প্রমাণিত হয় বারেবারে। যে পূজা বাকি আছে তা মেটাতে হয় : দেবী মনসার তোষণ করেন চাঁদ সওদাগর। যে ফুল পড়ে ছিলো পথে, অযত্নে-অবহেলায় মাড়িয়ে গিয়েছি; মালা গাঁথার সময় হলে সেই পুষ্প-মহীরুহ-তলে দাঁড়িয়ে থাকতে হয় চাতক পাখির ন্যায়, পাতা ঝরার কালে। যে শ্লোক হয়নি শেখা অবসরে, আজ পাগলা ষাড়ের ধাওয়া খেয়েও আত্মস্থ করতে হয় সেই মন্ত্র। তাই, অসময়ে ফোঁড়ন কাঁটি, ফোঁড়ন কাঁটি দশটি, ফোঁড়ন কেঁটে যাই, সময়ের এক ফোঁড় সহ। ০৪/০১/১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।