আমাদের কথা খুঁজে নিন

   

সিদ্ধান্ত হয়নি ঢাকা মহানগর আওয়ামী লীগের

সম্মেলনের পর ১৪ মাস পেরিয়ে গেলেও ঘোষণা হয়নি ঢাকা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি। কবে তা ঘোষণা করা হবে আজও সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে নতুন কমিটি ঘোষণার কোনো অগ্রগতি না থাকায় হতাশ হয়ে পড়েছেন পদপ্রত্যাশী নগর নেতারা। অনেকেই এখন নগর কার্যালয়ে যাওয়া-আসা প্রায় ছেড়েই দিয়েছেন। সাংগঠনিক কার্যক্রম বাদ দিয়ে নিজেদের ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কেউ কেউ। এতদিনেও কমিটি ঘোষণা না হওয়ায় নেতাদের পাশাপাশি কর্মীদের মধ্যেও এক ধরনের গাছাড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে। এদিকে এ মাসে মহানগরের অন্তর্গত ওয়ার্ড, ইউনিয়ন ও থানা সম্মেলন শুরু হলেও কবে নাগাদ তা শেষ হবে নেতারা বলতে পারেন না। প্রশ্ন করা হলে বলা হচ্ছে সব ওয়ার্ড, ইউনিয়ন ও থানা সম্মেলন শেষ হলেই নগর কমিটি ঘোষণা করা হবে। যোগাযোগ করা হলে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কবে নাগাদ কমিটি হবে সেটা দলের নীতিনির্ধারণী মহলই ভালো জানেন। তবে আশা করছি, মহানগরের ওয়ার্ড, থানার সম্মেলন শেষেই ঘোষণা করা হবে। কবে এসব সম্মেলন শেষ হবে ভারপ্রাপ্ত সভাপতিও বলতে পারেননি। এ বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশ প্রতিদিনকে জানান, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক মহানগরের ওয়ার্ড, থানা সম্মেলনের পরই ঘোষণা করা হবে নগর কমিটি। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ জানান, কিছু বিষয় ঠিক করেই ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হবে। এ কারণে কমিটি ঘোষণা দেরি হচ্ছে। দীর্ঘ নয় বছর পর ২০১২ সালের ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

গত ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে ঢাকা মহানগর আওয়ামী লীগকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে বিভক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দ্রুততম সময়ের মধ্যেই সব থানা ও ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। এর পর ওয়ার্ড, ইউনিয়ন থানা কমিটির সম্মেলন শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় ১২টি থানা ও থানার অধীনে সব ওয়ার্ড, ইউনিয়নের সম্মেলন শেষ হয়েছে। তবে এসবের কমিটি ঘোষণা করা হয়নি বলে জানা গেছে। এদিকে প্রস্তাবিত ঢাকা (উত্তর) আওয়ামী লীগের সম্ভাব্য সভাপতি হিসেবে দলের বর্তমান নগর সম্পাদক এবং ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ রহমতউল্লাহ এমপির নাম শোনা যাচ্ছে। অন্যদিকে ঢাকা (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি হিসেবে বর্তমান নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের নাম আলোচনায় রয়েছে। এদিকে তরুণ নেতা-কর্মীরা দক্ষিণের সাধারণ সম্পাদক হিসেবে সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকনের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। দলের একটি সূত্র জানিয়েছে, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিভক্ত নগর কমিটি প্রধানের দায়িত্ব গ্রহণ না করলে তাকে উত্তর ও দক্ষিণ মহানগর কমিটির গঠন প্রক্রিয়া তত্ত্বাবধান ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.