আমাদের কথা খুঁজে নিন

   

নতুন ৭১৫টি গ্রহ

আরও নতুন ৭১৫টি গ্রহের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কেপলার টেলিস্কোপের পাঠানো তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নাসা সৌরজগতের বাইরের এসব গ্রহের অবস্থান শনাক্ত করেছে বলে দাবি করা হয়েছে।

গ্রহগুলোর ৯৫ শতাংশ আমাদের সৌরজগতের নেপচুন গ্রহের চেয়ে ছোট। নেপচুন ব্যাসের দিক দিয়ে চতুর্থ বৃহত্তম ও ভরের দিক দিয়ে তৃতীয় বৃহত্তম গ্রহ। নতুন গ্রহগুলোর মধ্যে চারটি আমাদের পৃথিবীর ব্যাসার্ধের আড়াই গুণ ছোট এবং এ গ্রহগুলোর 'বসবাসের যোগ্য অঞ্চলে' তারা তাদের নক্ষত্রকে প্রদক্ষিণ করে।

এসব গ্রহের নক্ষত্রের চারপাশে পানি তরল অবস্থায় থাকে। নতুন গ্রহগুলো ৩০৫টি নক্ষত্রকে প্রদক্ষিণ করে অর্থাৎ একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে একাধিক গ্রহ। এর আগে সৌরজগতের বাইরে ২৪৬টি গ্রহের সন্ধান দিয়েছিল কেপলার টেলিস্কোপ। নতুন ৭১৫টিসহ এ সংখ্যা দাঁড়াল ৯৬১টিতে। নাসার অ্যাস্ট্রোফিজিঙ্ বিভাগের ডগলাস হাজিন বলেন, একসঙ্গে এতগুলো গ্রহ আবিষ্কারের কথা আগে কখনো ঘোষণা করা হয়নি।

দ্বিতীয়ত, আমাদের সৌরজগতের মতো একটি নক্ষত্রকে ঘিরে বহু গ্রহের প্রদক্ষিণ বোঝা যায়। তিনি আরও বলেন, কেপলারের পাঠানো তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নেপচুনের মতো বড় গ্রহ থেকে শুরু করে পৃথিবীর মতো ছোট গ্রহের আধিক্য আমাদের ছায়াপথে রয়েছে। এএফপি।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.