আমাদের কথা খুঁজে নিন

   

পাক-আফগান ম্যাচের প্রাক্কালে :: বঙ্গদেশীয় পাকি ভাইদেরকে শ্রদ্ধা জানিয়ে অভিবাদনপত্র

আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে

প্রিয় পাকি ভাইয়েরা এবং বোনেরা আমার,

আজ খুব খুশিমনে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আপনাদের কথা রাখার দিন,আপনাদের বদলে যাবার দিন। পাকপ্রেমে মত্ত হয়ে কতই না বিদ্রুপ আর অপমানের স্বীকার হতে হয়েছিল আপনাদের, আজ আপনাদের অপবাদ মুক্তির দিন।

আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম শান্তিকামী জনগোষ্ঠী। আমি যখন খেলার সাথে রাজনীতি মিশিয়েছিলাম, রাজনীতি মিশিয়েছিল যখন সারা বিশ্ব, তখন আপনারা ছিলেন খেলার সাথে রাজনীতি মেশানোর বিরু্দ্ধে জাগ্রত কন্ঠস্বর।

শত বাধার মুখেও আপনারা আপনাদের নীতি বিসর্জন দেননি, খেলাকে রেখেছেন রাজনীতিমুক্ত। আজ আমরা কি দেখলাম? বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার ধুঁয়া তুলে কেবল একটি দেশই প্রাণপণে চেষ্টা করে গেল এশিয়া কাপের ভেন্যু অন্যত্র সরিয়ে নেয়ার। হুমকি দিল অংশ না নেয়ার। তারা কথা শুনলো না, খেলার সাথে গুলিয়ে ফেলল রাজনীতি। খেলার সাথে রাজনীতি মেশানো একমাত্র দল পাকিস্তানকে তাই আপনারা ধিক্কার জানালেন।

তুলে নিয়েছেন আপনাদের সমর্থন, নিক্ষেপ করেছেন তাদেরকে আস্তাকুঁড়ে।

আপনাদের ভাতৃত্ববোধ প্রবল, কেবল মুসলিম হওয়ার কারণে নিজের ইচ্ছার বিরুদ্ধে ভাইয়ের দাবীকে অগ্রাহ্য করতে পারেননি এতদিন। মুসলিম ভাইকে সমর্থন দেয়ার কানুনের কবলে পড়ে পাকিদের কে দিয়েছেন আপনাদের মন আর যৌবন। শুধু তাই না, সেই একই ভাইয়ের দাবীতে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা ইতালী ছুঁড়ে ফেলে দিনের পর দিন সমর্থন করে গেছেন সৌদি, মরোক্কো আর আলজেরিয়াকে। কখনো বা বিশ্বকাপেই সুযোগ পাননি, অথবা পেলেও প্রথম রাউন্ডেই নক-আউট হয়ে গেছেন।

আজ আপনাদের মুক্তি দিল আফগান ভাইয়েরা, যাদের সবাই মুসলিম। আজ তাই পাকি ছেড়ে আপনারা সমবেত হয়েছেন আফগান পতাকাতলে। মুসলিম ভাইয়েদের ভ্রাতৃত্বের সুর বাজছে আজ ঢাকায় কাবুলে চট্টলায় আর কান্দাহারে।

আপনারা সৌন্দর্যপিপাসু, মুখে না বললেও লম্বা চওড়া পাহাড়ী পাঠানদের সৌন্দর্যে মোহাবিষ্ট হয়ে আপনারা মন দিয়েছিলেন পাকি ভাইয়েদের। মনে মনে বলেছেন "তুমি সুন্দর, তাই তোমায় ভালবাসি, একি মোর অপরাধ?"।

কিন্তু সেই ভালবাসায় খাদ ছিল। দলে ছিল সিন্ধু প্রদেশের কিঞ্চিত খর্বকায়, কিঞ্চিত কৃঞ্চ বর্ণের কতিপয় অনুপ্রবেশকারী যারা পুরো দলটার সৌন্দর্যের মাঝে কলঙ্ক হয়ে রইত। আজ শেষ হল লুকোচুরির দিন। আজ আর কোন কলঞ্ক রইল না, শহরে এলো নতুন দল আফগান, যাদের সবাই পাহাড়ী, শাদা ফকফকা, চওড়া কাঁধালো, ঝাঁকড়া দোলানো। তাদের সৌন্দর্য নিখাদ, তাদের সবাই শাদা, সবাই উঁচু।

সৌন্দর্যের এই বৃহত্তর উপস্থিতি আপনাদেরকে দিল আফগান-পিয়ারার স্বাদ।

আমি জানি আপনারা কোনদিন পাকি হতে চাননি, কিন্তু উপরোক্ত তিন নিয়মের কঠিন জালে আটকে ছিলেন বহুবছর, না ভালবেসে আপনাদের কিছুই করার ছিল না। আজ তার সমাপ্তি। রইল না কোন অজুহাত, রইল না কোন পিছুটান, আজ থেকে সবাই পাকি ছেড়ে আফগান।



-------------------------------------------------------------
-------------------------------------------------------------

কিহ , তারপরো পাকি? সবাই লাইনে দাঁড়ান, ব্লাড-টেস্ট হবে



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।