আমাদের কথা খুঁজে নিন

   

মহাকাশে নতুন ৭১৫টি গ্রহের সন্ধান

মহাকাশে নতুন ৭১৫টি গ্রহের সন্ধান পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কেপলার টেলিস্কোপের পাঠানো তথ্য খুঁটিয়ে দেখে গ্রহগুলোর অবস্থান শনাক্ত করে নাশা। তবে গ্রহগুলো সৌরজগতের বাইরে।

বুধবার নতুন এ গ্রহের কথা জানায় নাসার বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে সৌরজগতের বাইরে চিহ্নিত গ্রহের সংখ্যা ১ হাজার ৭০০-তে দাঁড়ালো।

এর আগে সৌরজগতের বাইরে ২৪৬টি গ্রহের সন্ধান দিয়েছিল কেপলার টেলিস্কোপ। নতুন ৭১৫টি দিয়ে কেপলার টেলিস্কোপে শনাক্ত গ্রহের সংখ্যা দাঁড়ালো ৯৬১টিতে। ২০০৯ সালে পৃথিবীর মতো আরেকটি বাসযোগ্য গ্রহ খোঁজার পথে রওনা হয় মহাকাশযান কেপলার।

৭১৫টি গ্রহের ৯৫ শতাংশ আমাদের সৌরজগতের নেপচুন গ্রহের চেয়ে ছোট। নেপচুন ব্যাসের দিক দিয়ে চতুর্থ বৃহত্তম ও ভরের দিক দিয়ে তৃতীয় বৃহত্তম গ্রহ।

নতুন গ্রহগুলোর মধ্যে চারটি পৃথিবীর ব্যাসার্ধের আড়াই গুণ ছোট। এসব গ্রহের নক্ষত্রের চারপাশে পানি তরল অবস্থায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।