আমাদের কথা খুঁজে নিন

   

আমিও আপনার কাজ করতে পারি



সামুতে আমার বয়স ৭ বছর ২ মাস। এই দীর্ঘ সময়ে আমি ব্লগ লিখেছি খুব কম, তবে নিয়মিত ব্লগ পড়েছি। আজকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে ব্লগ লিখতে বসলাম। উদ্দেশ্যটি ব্যক্তিগত হলেও আমি তা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। এ বিষয়ে সামুর অসংখ্য ব্লগার ও পাঠকদের সহযোগিতাও চাই।



প্রথমেই ব্যক্তিগত কথাগুলো বলি। পারিবারিক কারণে আমি ঘরের বাইরে কাজ করতে পারি না। তবে ঘরে বসে বিভিন্ন কাজ করে উপার্জনে আমি একজন অন্যতম সফল মানুষ বলা যায়। দীর্ঘদিন ধরে ওডেক্স/ইল্যান্স, ফ্রিল্যান্সার প্রভৃতি প্লাটফর্মে ফ্রি ল্যান্সিংয়ের কাজ করে আসছি। দীর্ঘদিন ফ্রি ল্যান্সিংয়ের কাজ করতে গিয়ে আমি একটা বিষয় লক্ষ্য করি যে বাংলাদেশের ভিতরেও অনেক ফ্রি ল্যান্সিংযের কাজ আছে।

অর্থাৎ বাংলাদেশের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের বিভিন্ন কাজ অনলাইনে দেশি ফ্রি ল্যান্সারদের দিয়ে করাতে আগ্রহী। দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের এ কাজগুলো করে দেয়ার জন্য আগ্রহী দেশি ফ্রিল্যান্সারের অভাবও নেই। কিন্তু অভাব যোগাযোগ ও সমন্বয়ের। অর্থাৎ ওডেক্স/ইল্যান্স বা ফ্রি ল্যান্সার এর মত এদেশে কোন দেশীয় ওয়েব সাইট নেই যেখানে এদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের কাজের বিজ্ঞাপন দিবেন এবং এদেশের ফ্রি ল্যান্সাররা সে কাজগুলো করবেন আর দেশের টাকায় তাদের কাজের সম্মানী পরিশোধ করা হবে। দেশীয় ফ্রি ল্যান্সিংয়ের আলাদা প্লাটফর্ম গড়ে তুলতে পারলে যে লাভগুলো হবে-
এক।

দেশীয় কাজদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠান খুব সহজে ও কম খরচে তাদের কাজ করাতে পারবেন।
দুই। দেশের ফ্রি ল্যান্সাররা খুব সহজে দেশের কাজগুলো করার সুযোগ পাবেন।
তিন। দেশের কাজ দেশের বাইরে যাবেনা।

ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
চার। দেশীয় কাজ দাতা ব্যক্তি/ প্রতিষ্ঠান ও দেশীয় ফ্রি ল্যান্সারদের মধ্যে যোগাযোগ ও আদান-প্রদানের সহজ সুযোগ সৃষ্টি হবে।
পাঁচ। নারীরা ঘরে বসে কাজ করে উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।


ছয়। শিক্ষিত বেকারদের কাজের সুযোগ সৃষ্টি হবে।
সাত। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের জট কমবে, কাজে কর্মে গতি আসবে।

যাই হোক, এবার আবার ব্যক্তিগত প্রসংগে আসি।

আপাতত আমি ব্যক্তিগতভাবে কিছু দেশীয় ব্যক্তি/প্রতিষ্ঠানের আউট সোর্সিংয়ের কাজ করতে চাই। আমি যে কাজগুলো ভালো পারি তা হলো- লেখালেখি ও অনুবাদ (একাডেমিক/বিজনেস), টাইপিং, এডিটিং, ডিজাইন ও মাল্টিমিডিয়া, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, মাইক্রোসফট অফিস প্যাকেজের যে কোন কাজ।

সামুর মাধ্যমে আমি সবার কাছে আমার আগ্রহের বিষয়টি জানিয়ে দিলাম। আপনাদের এমন কোন কাজ যদি থাকে যা অনলাইন যোগাযোগের মাধ্যমে সম্পাদন করা সম্ভব তাহলে তা আমার ইমেল ঠিকানায় জানাতে পারেন। আমি আপনাদের কাজ সর্বোচ্চ মনযোগ সহকারে করার প্রতিশ্রুতি দিচ্ছি।


আশানুরূপ সাড়া পেলে আমি একটি ওয়েবসাইট করব যাতে দেশের সব ফ্রি ল্যান্সার দেশীয় ব্যক্তি/প্রতিষ্ঠানের কাজ করার সুযোগ পাবে। খুব শীঘ্রই একটি ফেসবুক পেইজ ও গ্রুপ খোলার ইচ্ছে আছে। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আমার ইমেইল ঠিকানাঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।