আমাদের কথা খুঁজে নিন

   

অভিমানী বন্ধুর হারিয়ে যাওয়া !!

ব্ল্যাকবোর্ডে চক দিয়ে অভিমানী বন্ধুটির নাম লিখে বললাম তাকে,
ফুঁ দিয়ে উড়িয়ে দেয় তো লেখাটা,
দেখি আমাদের বন্ধুত্বটা কতটা হালকা ছিল,
তাতেও অভিমানীর বন্ধুটার অভিমান থেমেই আছে ।
নাচের ত না জেনেও নাচের অভিনয় করলাম,
গানের সা না জেনেও গাইতে লাগলাম,

সাহিত্যিকের মত কবিতা শুনালাম,
তাতেও অভিমানীর বন্ধুটার অভিমান থেমেই আছে ।
দুপুরের রোদে গাছের ছায়ায় বসে গল্প শোনালাম,
তাতেও যেন অভিমানী কষ্টগুলো সইছে নীরব ব্যাথায়।
বন্ধু হারিয়ে যাওয়ার বিষাক্ত মনোরম দৃশ্য,
সেই দৃশ্য চকের সাদা সাদা উড়ন্ত দানায় মিশে যায়।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।