আমাদের কথা খুঁজে নিন

   

চার অক্ষরের ভালোবাসা




===চার অক্ষরের ভালোবাসা ===

আমি তাকে চিনি খুব
যতটা আমায় চিনি আমি ,
আমি ক্ষ্যাপাটে ষাঁড়ের মতন তন্ন তন্ন করে খুঁজি
তার চার অক্ষরের ভালোবাসা ।
আমি রাতের আঁধারে হাঁটতে বেড়োই
সেখানেও চাঁদ-জোছনা গল্প ফাঁদে,
আমার আকাশ বাতাস চিনিয়া যায় তারে
তার হলুদ শাড়ির বেশে বসন্ত নামে ।
আমার কবিতাগুলো গলে যায়
তার ঠোঁট ছুঁয়ে আসা কথার মায়াজালে,
আমার বুকে লেখা চিঠির প্রাপকের ঠিকানা
সবসময় শুন্য থাকে ।
কতটা ভালোবাসি তাকে
কতটা ভালোবাসিনা
সে মিশ্রিত কথার বন্যায় আমার হৃদয়ের ক্ষত বাড়ে ।
আমিতো আমায় চিনেছি অনেক
তাকে চিনতে গিয়ে খুব ।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।