আমাদের কথা খুঁজে নিন

   

তবে কি আমি রাজাকার নাকি দেশদ্রোহী?

কিছু চাই না কিন্তু পরিবর্তন

লিখতে দৃষ্টিতে তাকিয়ে রই অনেক অভিমান মনের মধ্যে জাগ্রত করে।
আজ আমরা স্বাধীন, বাস করছি কোন একটি স্বাধীন দেশে। মনের মধ্যে বার বার প্রশ্ন উকি দেয়। কিন্তু কখনই এর উত্তর খুজেঁ পাওয়া যায়নি।

আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের( প্রত্যেককে জানাই লাল সালাম) কিন্তু সরকার তাদেরকে কিভাবে মুল্যায়ন করে? অনেক কষ্ট পাই যখন পত্রিকায় দেখতে পাই কোন বীরের চিকিৎসাহীন মৃত্যু।

যখন দেখি কোন এক বীর ভিক্ষার থালা নিয়ে কোন এক রাজাকারের বাড়ী ভিক্ষা করতে যায়।
ঠিক একই সময় সরকার ( ছদ্ধবেশী আমলা) তাদের জণ্য উদার মন দিয়ে অনেক কিছুই করছে। তবে সেটা তাদের জন্য নয় তাদের পরবর্তী প্রজন্মর জন্য। করেছে কোঠা পদ্ধতির প্রচলন যার দ্বারা পিষ্ট হচ্ছে মেধাবী মুখগুলো। তৈরী হচ্ছে নতুন নতুন আমলা।

যারা যোগ্যতা না থাকার পরও কাজ করছে সরকারের অসেক গুরুত্বপূর্ণ পদে।
দেশ কিভাবে এগিয়ে যাবে উন্নতির দিকে??????????

আমি অবাক দ
আমি এই লেখাটি লিখলাম বলে যদি কেউ মনে করেন দেশাদ্রহী তরে ভুল। আমরা ভুক্তভূগী দেশ প্রেমিক।

আসুন আমরা ব্লগীয় আন্দলন শুরু করি যাতে বাজেআপ্ত করা হয় সকল প্রকার কোঠা পদ্ধতির। বাতিল করা হয় বিশেষ বিশেষ পরীক্ষা।

মুল্যায়িত হোক বীরেরা। কোঠা করা হোক তাদের জীবন যাপন পদ্ধতিতে।

আসুন দেশ গড়তে এগিয়ে আসি আমরা তরুণরা.....................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।