আমাদের কথা খুঁজে নিন

   

মনপুরায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, বিএনপি অ

ভোলার মনপুরায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ হয়েছে। ভাঙচুর করা হয়েছে বিএনপি অফিস। এদিকে মাদারীপুরে গতকাল দুই গ্রুপের সংঘর্ষে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে, বরিশালের আগৈলঝাড়ায় দুই গোষ্ঠীর মধ্যে এবং হবিগঞ্জে পৌর বাস টার্মিনালে ম্যাঙ্ িও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ভোলা : মনপুরায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর যুবলীগের মিছিল থেকে ওই হামলার সূত্রপাত বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। উপজেলা শহরে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে মনপুরা উপজেলা শহরে যুবলীগ ও ছাত্রলীগ মিছিল বের করে বিএনপি অফিসে হামলা চালিয়ে উপজেলা বিএনপি অফিসের চেয়ার, দরজা-জানালা ভাঙচুর করে। এক পর্যায়ে বিএনপি প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহতদের মধ্যে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু মাঝি, সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সফিকুর রহমান, শ্রমিক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম, জিয়া মঞ্চের সভাপতি আব্দুর রহমানের নাম জানা গেছে। উপজেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন বলেন, পূর্ব নির্ধারিত মিছিল বের করলে বিএনপির অফিস থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে; এতে তাদের ৩ কর্মী আহত হয়েছে। মনপুরা থানার ওসি শাহিদুর রহমান জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মাদারীপুর : আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার ঘটকচর গ্রামের দেলোয়ার হাওলাদার এবং আরিফ মাতুব্বরের লোকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর জেরে গতকাল দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ হয়। এ সময় ২০টি ঘর ভাঙচুর ও লুটপাট, ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বরিশাল : তুচ্ছ ঘটনায় বৃহস্পতিবার রাতে আগৈলঝড়ার নিমাইরপাড় গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। হবিগঞ্জ : বুধবার মাধবপুর বাসস্ট্যান্ডে ম্যাঙ্েিত যাত্রী ওঠানো নিয়ে বাসশ্রমিকদের সঙ্গে ম্যাঙ্শ্রিমিকদের কথাকাটাকাটির জেরে বাস, ম্যাঙ্ িও সিএনজিচালিত প্রায় ২০টি গাড়ি ভাঙচুর হয়। এ ঘটনায় জেলার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে বলে জানা গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.