আমাদের কথা খুঁজে নিন

   

এক ক্লিকে নবান্নর সেঞ্চুরি

পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নতুন দপ্তর নবান্ন আজ সেঞ্চুরি করতে যাচ্ছে। শনিবার নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় শতাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার থেকেই তাই সাজ সাজ রব নবান্ন জুড়ে।

শনিবার দক্ষিণবঙ্গের তিন জেলায় তিনটি কিষান মান্ডির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, স্যুইচ টিপে মুখ্যমন্ত্রী কিষান মান্ডির উদ্বোধন করবেন।

রাজ্যের বিভিন্ন জেলায় আরও ২১টি কিষান মান্ডির কাজ প্রায় শেষ পর্যায়ে। এছাড়াও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের উদ্বোধন, লোকশিল্পীদের ভাতা প্রদান ও গ্রামীণ অ্যাম্বুলেন্সও প্রদান করবেন মুখ্যমন্ত্রী। আর এ সবই করবেন এক ক্লিকে।

তবে একই দিনে এতগুলি প্রকল্পের সূচনাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীদের দাবি, লোকসভা নির্বাচনের আগে জনসমর্থন বাড়াতে এই প্রকল্পগুলি মমতার মাস্টারস্ট্রোক ছাড়া আর কিছুই নয়।

কংগ্রেস নেতা মানস শুক্রবার বলেন, উদ্বোধন তো হচ্ছে অনেক কিছুই। কিন্তু কোন প্রকল্প কোন স্তরে রয়েছে, তা জানার কী কোনও উপায় আছে?

সিপিএম'র বক্তব্য, আগে মুখ্যমন্ত্রী জেলায় জেলায় গিয়ে উদ্বোধন করতেন। লোকসভা ভোটের আগে সময় নেই বলে মাউস ক্লিকেই কাজ সারছেন


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।