আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাজিল বিশ্বকাপে বান্ধবী বা স্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা নেই : ইংলিশ কোচ

এ বছর ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলে ইংলিশ খেলোয়াড়দের তাদের স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে নেওয়ার উপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। ইংল্যান্ড দলের কোচ রয় হডসন পরিষ্কারভাবে তা জানিয়ে দিয়েছেন।
হডসন বলেন, ব্রাজিল বিশ্বকাপে ইংল্যান্ড দলের খেলোয়াড়রা তাদের স্ত্রী বা বান্ধবীদের সঙ্গে নিয়ে যাবেন কিনা এটা পুরোটাই তাদের সিদ্ধান্তের বিষয়। এ বিষয়ে দলের কিছুই বলার নেই।
তিনি আরও বলেন, ব্রাজিল বিশ্বকাপ প্রসঙ্গে আমরা কোনো কঠোর ও কঠিন নিয়ম করিনি।

আর এ বিষয় নিয়ে আগামী রবিবার আলোচনা হতে পারে। তখন ডেনমার্কের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তুতির জন্য ৩০ সদস্যের ইংলিশ দল একত্রে হবে। আগামী বুধবার এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে ইংলিশ খেলোয়াড়দের স্ত্রী বা বান্ধবীদের হঠাত্ হঠাত্ সংক্ষিপ্ত সময়ের জন্য দলের ক্যাম্পে যাওয়ার সুযোগ ছিল। হডসনের পূর্বসূরী ফাবিও কাপেল্লো এ নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

তবে ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে খেলোয়াড়দের স্ত্রী বা বান্ধবীরা দলের সঙ্গে থাকতে পেরেছিল। তখন তারা সংবাদমাধ্যমের বেশ দৃষ্টি কেড়েছিল। আর তাদের কথা তুলে ধরতে ‘ওয়াগস’ শব্দটি ব্যবহার করা হয়েছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।