আমাদের কথা খুঁজে নিন

   

বাঘায় কেন মাহমুদুর রহমানের জন্য নোবেল চায়?

নোবেল পুরস্কার দেয়া হয় সারা বিশ্বের মানবজাতির কল্যাণে গুরুত্ব পূর্ণ কোন অবদানের জন্য । মাহমুদুর রহমান কি অবদান বাংলাদেশের তথা বিশ্বের জন্য রাখলেন যে তাকে নোবেল পুরস্কারের জন্য এই বাঘায় চিৎকার করে । মাহমুদুর রহমান অবদান রেখেছেন রাজাকারদের জন্য । রাজাকাররা মাহমুদুর রহমানের জন্য দু হাত তুলে দোয়া করছে । মুক্তিযোদ্বা বাঘা কেন ? হুমায়ন আজাদের একটি বিখ্যাত উক্তি যে রাজাকার চিরদিনের জন্য রাজাকার কিন্তু মুক্তি যোদ্বা সবসময়ের জন্য মুক্তিযোদ্বা নয় ।

আর এই হুমায়ন আজাদ যখন জার্মানিতে মারা যান তখন জামাত উক্তি করেছিল মৌলবাদীদের হাত খুব লম্বা । আর আমি বলব টাকার হাত বহুত লম্বা । জামাতের বিশ্ব ব্যাপী মিলিয়ন ডলার আজ কথা বলছে । আর এই টাকার জন্যই এই বাঘায় ঘামছা গলায় কয় দিন পর পর প্রেস ক্লাবে রাজাকারদের সংগঠন স্বাধীনতা ফোরামের অনুষ্ঠানে হাজির হয়ে রাজাকারদের জন্য সুসঠ বিচার চান , গামছা গলায় দিগন্ত টিভিতে হাজির হয় । কথিত আছে যে স্বাধীনতার অব্যবহিত পরপরই এই বাঘায় ঢাকা স্টেডিয়ামে ৩ জন বিহারীকে গুলী করে হত্যা করেন ।

সেটা কোন ট্রাইবুনালের বিচার ছিল ? এই বাঘায় নিয়াজির সাথে হাত মিলায় নাই। আর আজ রাজাকারদের সাথে গলা মিলায় । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।