আমাদের কথা খুঁজে নিন

   

আর কতকাল (আংশিক)

http://www.facebook.com/reyad.parvez.3

আমি খুব সামান্য হতে চেয়েছিলাম,
চেয়েছিলাম তোমার ভুল হতে,
প্রেমের বাগানের ফুল হতে,
মদ-গ্লাসের বরফ হতে,
কবিতার অমোঘ শরাব হতে,
হতে চেয়েছিলাম তোমার ঠোটে একাটি ঘামের বিন্দু,
দিতে চেয়েছিলাম তোমার পায়ে এক সাগর সিন্ধু।
আমি কিছুই হতে পারি নি,
পারিনি হতে অচমকা খুশির,
মধ্যবিত্তের সুখ,
পারিনি হতে প্রিয়ার চোখে,
অভিমানী প্রিয় মুখ।
আর কতকাল কষ্টে রবো,
ভরদুপুরের বিষন্নতায় আর কতকাল রাত পোহাবো।
আর কত আমি শহর ঘুরে,
প্রেমের শবের চিতায় পুড়ে,
কষ্ট পেয়ে নষ্ট হবো।







অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।