আমাদের কথা খুঁজে নিন

   

আজ পারবে তো বাংলাদেশ?

মুক্ত মন....সারাক্ষণ

দারুণ চিন্তিত মনে পায়চারি করছেন আবছার উদ্দিন।

মাস দু'য়েক হলো সরকারি চাকুরি থেকে রিটায়ার্ড করে আমার একাউন্ট সেকশনে যোগি দিয়েছেন এই প্রবীণ মুক্তিযুদ্ধা।
আব্বা একদিন সাথে করে নিয়ে এসে বললেন, "দেখ তো ওনাকে কোথায় খাটানো যায়। "
একাউন্টেট হিসেবে কাজ করে এসেছেন- তাই একাউন্টসেই রেখে দিলাম।

সেদিন থেকে অদ্যাবধি কোনো বিষয়ে এতটা অস্থির দেখিনি তাঁকে।


আজ চরম অস্থির ভাব নিয়ে রুমের ভেতর একবার এদকি যাচ্ছেন তো আরেকবার ওদিক যাচ্ছেন।
খানিক পর পর অযথাই চোখের চশমাটা শার্টের কোনা দিয়ে পরিস্কার করছেন।
শুধু পরিস্কার করেই খান্ত হচ্ছেন না, চোখের সামনে নিয়ে পরখ করে দেখছেন, ভালো মতো পরিস্কার হলো কি-না।
..................................

কিছু সময় পর জানতে পারলাম, টাইগারদের বিপক্ষে করা আফগানদের ২৫৪ রানই তাঁর অস্থিরতার মূল কারণ।
আমি কাছে গিয়ে দাঁড়াতেই আবেগে আপ্লুত হয়ে পড়লেন।

আবেগ জড়িত কণ্ঠে বললেন," আজ পারবো তোবাংলাদেশ?"
আমি দীর্ঘশ্বাস ছাড়লাম।
তারপর খানিক হাসির ভান করে বললাম, "অবশ্যই পারবো, ২৫৪ রান টাইগারদের জন্য কোনো ব্যাপারই না। "
আমার মুখের দিকে কিছু সময় তাকিয়ে রইলেন আবছার উদ্দিন।
মলিন চাহনি দেখে মনে হলো, আমার কথায় আশ্বস্ত হতে পারেন নি তিনি।

পূর্বের ন্যায় আবারও পায়চারি করতে আরম্ভ করলেন আবছার উদ্দিন।

এবার তার সাথে যোগ দিলাম আমিও.........

আমার মনের মাঝেও আশঙ্কা উঁকি দিয়ে যাচ্ছে- "আজ পারবে তো বাংলাদেশ?"



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।