আমাদের কথা খুঁজে নিন

   

জগত সেরা স্পিনার এবং জাতীর হতাশা ....

ধর্ম ব্যবসায়ীদের কাছে ধর্ম নিরাপদ না। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীদের কাছে দেশ নিরাপদ না। নাস্তিকেরা মৌলবাদীদের থেকে উন্নত মানুষ না।


বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখে জাতী হতাশ। কিন্তু আমি হতাশ বর্তমান নির্বাচক কমিটির কান্ড দেখে! বাংলাদেশের সাংবাদিকেরা কি মানুষ না আওয়ামীলীগ? তারা কিছু কিছু প্লেয়ারের আগে পিছে এত টাইটেল লাগায় যে সৌদি আরবের রাজা বাদশারা ও ভয়ে শেষ! না জানি দুনিয়ার সব বিশেষন শেষ হয়ে যায়! যেমন জগত সেরা স্পিনার আব্দু রাজ্জাক।

কিন্তু সে দল কে কি দিয়েছে আজ বা গত ৩/৪ টা ম্যাচে? সে না ভালো ফিল্ডার না ভালো ব্যাটসম্যান, পারে বোলিং করতে কিন্তু সব পরিবেশে পারে না। সত্য কথা হলো তারা একবার জাতীয় দলে প্রবেশের পর কি হনু ভাবে থাকে সাথে সাংগাতিক ভাইদের বিশেষন দেইখা তো তাদের চেষ্টা বা নতুন কিছু করার কোন মানসিকতা তো থাকে না। পাছার নিচে দিয়া বল বাউন্ডারি পার হয়ে যায় মাগার উনি অনেক চেষ্টা করে ব্যার্থ হয়েছেন শুন্তে হয়। ধারাভাষ্যকার জাফারুল্লাহ শরাফতের কাছে। অতি চাটুকারী অতি লেহন করে তোরা পুরা জাতীটার মান সম্মানের বারোটা বাজিয়ে দিলি।

এইটা ও কি জাতীর স্বপ্ন ছিলো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।