আমাদের কথা খুঁজে নিন

   

দুধ বেচে

আতলান্তিকের এ পার হতে ও মন কাঁধে, যেখানে মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে -সে আমার জন্মভূমি বাংলাদেশ

দুধ বেচে আজ
কি কিনবে গো বেপারীর পো
মদ, গাঁজা আফিম গুল
মধু কিংবা ফুল ?
বউয়ের জন্য বেনারসী
আর এক জোড়া স্বর্ণের দুল
মায়ের জন্য পান সুপারী,
ছেলেদের বই খাতা
খুকীর জন্যে
পা রাঙার
এক শিশি আলতা ;
আর যদি বাচে
দু’টো পয়সা দিও তারে
দেখেছো তো রাস্তার মোড়ে
বটের ছায়ায় বসে আছে যে
দুনিয়ার রূপ রস আনন্দ বঞ্চিত আহা
বেচারা জন্মান্ধ অসহায় ভিখারী ;


নাকি লাভের পয়সা হুল ফুটালে গায়ে
যাবে একটু ডানে কিংবা বায়ে ,
উড়ু উড়ু উড়াল মনে
পয়সা উড়িয়ে
উড়বে আকাশে
নারী আর মাদকে
আহ্লাদী মনের ফুর্তি কুড়োতে ;


যাবে কি ওই ও পাড়ায়
ওই রূপজীবির ঘরে
ওই যে ঐ মেয়েটি
রূপসীর কাছে
দুঃখনীর দুঃখ কিনতে ,
সুখের খদ্দের হয়ে
রূপসীর রূপার চরণে
সোনার মোহর ফেলে
দুঃখ ঢেলে সুখ কুড়োতে ?


যাবে নাকি – বেপারীর পো
নারী আর মাদকে
লাভের মোহরে সুখ কিনে
কলন্ক কুড়োতে ;



যাবে নাকি -
ও পাড়ায়
ঐ ঘরে
রূপসীর কাছে ?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।