আমাদের কথা খুঁজে নিন

   

নকল ওষুধ কারখানা জব্দ, ব্যবস্থাপক আটক

পাবনা শহরের শালগাড়িয়া সিঙ্গা এলাকার একটি বাড়ি থেকে গবাদী পশু ও হাঁস মুরগির ওষুধ তৈরির একটি কারখানা জব্দ করেছে পাবনা গোয়েন্দা পুলিশ। এ সময় বিপুল পরিমান ওষুধসহ ওষুধ তৈরির সরঞ্জামাদিও উদ্ধার করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দিয়েছে পুলিশ।

 পাবনা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছকির উদ্দিন জানান, আজ রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা শহরের সিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে গবাদি পশু ও হাঁস মুরগির বিপুল পরিমাণ নকল ওষুধসহ ও বিভিন্ন ওষুধ তৈরির উপকরণ এবং বিভিন্ন কাঁচামাল জব্দ করে পুলিশ।

তাত্ক্ষণিকভাবে জব্দকৃত ওষুধের আর্থিক মূল্য জানাতে পারেনি গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। তবে তিনি তালিকা করা হচ্ছে বলে জানান। এ সময় ওই কারখানা মালিক জেলার ভাঙ্গুড়া উপজেলার রূপসী গ্রামের বদরুদ্দোজার ছেলে সাইফুল ইসলামকে আটক করতে পারেনি পুলিশ। পরে ওই কারখানা ব্যবস্থাপক মালিকের ছোট ভাই শামিম হোসেনকে আটক করেছেন তারা।

আটককৃত শামিম হোসেনের বরাত দিয়ে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা আরও জানান, তারা চলতি বছরের জানুয়ারি মাসে ওই বাসা ভাড়া নিয়ে ব্যবসাটি শুরু করেন।

২২ ধরনের ঔষুধ তৈরি করে বাজারজাত করেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।