আমাদের কথা খুঁজে নিন

   

এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার

আমার যা শ্রেষ্ঠধন সে তো শুধু চমকে ঝলকে, দেখা দেয়, মিলায় পলকে।

কত বার তোর আয়না ভেঙে চুড়ে ঘুরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই
কত বার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই
আমার মতে তোর মতন কেউ নেই
এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার
এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার
হয়তো নদীর কোনো রেশ
রাখতে পারিনি অবশেষ
অথবা খেলায় সব হাতগুলো হারবার
পরেও খেলেছি এক দান
বুঝিনি কিসের এতো টান
কখনও চটি জামা ছেড়ে রেখে রাস্তা্য় এসে দাঁড়াই
কখনও চটি জামা ছেড়ে রেখে রাস্তা্য় এসে দাঁড়াই
কত বার তোর আয়না ভেঙে চুড়ে ঘুরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই
কত বার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই
আমার মতে তোর মতন কেউ নেই
তোর বাড়ির কাছে যুক্তির সৈন্য
তোর বাড়ির কাছে যুক্তির সৈন্য
যতটা লুকিয়ে কবিতায়
তারও বেশি ধরা পড়ে যাই
তোর উঠন জুড়ে বিশাল অংক
কষতে বারন ছিলো তাই
কিছুই বোঝা গেলো না প্রা্য়ই
কখনও চটি জামা ছেড়ে রেখে রাস্তা্য় এসে দাঁড়াই
কখনও চটি জামা ছেড়ে রেখে রাস্তা্য় এসে দাঁড়াই
কত বার তোর আয়না ভেঙে চুড়ে ঘুরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই
কত বার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই
আমার মতে তোর মতন কেউ নেই ....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।