আমাদের কথা খুঁজে নিন

   

নিরন্তন

একবার শঙ্খচিল হয়েছিলাম আকাশের
একবার নদী তীর ছেয়ে উঠা কাশফুলে এলোমেলো ঝড়
একবার কদমের ডালে কাক হয়ে ভিজেছি সারাটি প্রহর,
এভাবেই বার মাস বার টি বছর
অবাধ্য ঢেউ এর সাথে উঠাবসা,
ছিন্ন জীবন।

একবার বারবার ফিরে একাকী ফিঙে বসেছে বাগানের ডালে
নিশিদিন কেঁদে গেছে কোকিলের ডাকে,
একবার বালুচরে বেঁধেছি সারসের ঘর
একবার কেন যতবার আমি এসেছি দেখেছি সে আমার পর।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।