আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানে আদালতে হামলা, বিচারকসহ নিহত ১১

পুলিশের বরাত দিয়ে বিবিসি বলছে, আদালত চত্বরের ভেতর অন্ততপক্ষে দুই আত্মঘাতী বোমা হামলা চালায়। সেই সঙ্গে অস্ত্রধারীরা গুলিও চালায়।

হামলায় নিহতদের মধ্যে একজন বিচারকসহ বেশ কয়েকজন আইনজীবীও রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও আহত হয়েছেন অন্ততপক্ষে ২৪ জন।

এখনো পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

হামলাস্থলটিকে ঘিরে রাখা হয়েছে। স্থানীয় স্কুলগুলো থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা নাবি আওয়ান বলেন, অজ্ঞাত সংখ্যক অস্ত্রধারী বিচারক ও আইনজীবীদের চেম্বার রয়েছে যে এলাকায় সেখানে হামলা চালায়।

তিনি আরো জানান, হামলায় গ্রেনেডও ব্যবহার করা হয়েছে।

ইসলামাবাদের পুলিশ প্রধান সিকান্দার হায়াত সাংবাদিকদের বলেন, পুলিশ ঘিরে থাকা অবস্থায় দুই আত্মঘাতী হামলাকারী নিজেদের উড়িয়ে দেয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.