আমাদের কথা খুঁজে নিন

   

ছড়া(৭০)-'সবাই করে রাজনীতি'

ছড়া(৭০)-'সবাই করে রাজনীতি'
---সনৎ ঘোষ।

শিক্ষক,চাকুরে,উকিল,মোক্তার
সবাই করেন দল,
সবাই এখন পাকা খেলুড়ে
রাজনীতির ফুটবল।
পেশাজীবীরা বিজ্ঞ হবেন
নিজের নিজের পেশায়,
তার বাইরেও কেউ থাকতে পারেন
অন্য কোনো নেশায়।
(কিন্তু) নেশা যখন ছাপিয়ে যায়
নিজের মূল পেশাকে,
তখন তাদের চেনা যায়
কোন সে পোশাকে?
সরকারি চাকুরের দল করা
আইনে আছে মানা,
নিষেধাজ্ঞার এই কথাটি
সবারই আছে জানা।
চাকরিতে থেকে রাজনীতি করলে
হয় যে পানিশমেন্ট,
এ কথাটি তারা জানে
জানেতো গভর্নমেন্ট।
তবুও চলে সবখানেতেই
রাজনীতির এই খেলা,
নিয়ম কোথায়? অনিয়মই
চলছে সারা বেলা।
অনেক কিছুই করছি আমরা
শরমের নেই বালাই,
সমাজে এখন শান্তির পায়রা
করছে পালাই পালাই।।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।