আমাদের কথা খুঁজে নিন

   

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ ভূয়া পরীক্ষার্থীকে কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের গোমসত্মাপুরে পাঁচ ভূয়া  ডিগ্রি পরীক্ষার্থীকে দুই বছর করে কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গোমসত্মাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন রবিবার রাতে এ দণ্ড দেন।

কারাদন্ডাদেশপ্রাপ্ত ভূয়া পরীক্ষার্থীরা হচ্ছেন, নওগাঁর মান্দা উপজেলার জিনারপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আল-আমিন (২০), নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আঃ আওয়াল (১৯), রাজশাহীর বাগমারা উপজেলার কালিকাপুর গ্রামের আঃ গনির ছেলে মোঃ আল-আমিন (১৯), নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাদরন্ডি গ্রামের হাফিজুর রহমানের ছেলে নাজমুল হাসান (১৯) ও একই উপজেলা সদরের শাহাদাত হোসেনর ছেলে মেহেদী হাসান (১৯)। তারা সকলেই রাজশাহীর বিভিন্ন কলেজের ছাত্র।

গতকাল রবিবার তারা রহনপুর ইউসুফ আলী কলেজ কেন্দ্রে প্রকৃত পরীক্ষার্থী জাহাঙ্গীর আলম (রোল-২১৭২৫২১), রেজাউল করিম (রোল-২১৭২৫৩০), মোফাজ্জল হক (রোল-২১৭২৫২৪), সাফিউর রহমান (রোল-২১৭২৫২৬) ও আলাউদ্দিন (রোল-২৯০৩৪৫৭) এর পক্ষে পরীক্ষা দিচ্ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.