আমাদের কথা খুঁজে নিন

   

মুন্সীগঞ্জে আইনজীবি নিখোঁজ

মুন্সীগঞ্জ জেলার সিনিয়র আইনজীবি কাজী ওবায়দুল ইসলাম শিপন(৪৫) নিখোঁজ হওয়ায় তার পরিবারে ও জেলা আইনজীবি সমিতিতে শোকের ছায়া নেমে এসেছে।

গত শুক্রবার(২৮শে ফেব্রুয়ারী) থেকে আজ পর্যন্ত ৪ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন তিনি।

গত শুক্রবার সন্ধা ৭ টার দিকে এ্যাডভোকেট শিপন তার বোনের বাড়ি কিশোরগঞ্জের গৌরঙ্গবাজার বোনকে দেখার জন্য নিজবাড়ি মুন্সীগঞ্জ জেলা শহরের ইদ্রাকপুর থেকে রওনা দেন। এরপর রাত্র অনুমান ১১টা ৫৫ মিনিটের সময় বাড়িতে থাকা তার স্ত্রী সোনিয়া আক্তার রেনুর সাথে মোবাইল ফোনে শেষবারের মত ফোনালাপ হয়। তিনি ফোনে তার স্ত্রীকে জানিয়েছিলেন তিনি বাসে ভৈরব পৌছেছেন।

আর অল্প সমায়ের মধ্যেই তিনি গন্তব্যে পৌছাবেন। এরপর আর তার সাথে কোন কথা হয় নাই। আত্মীয় স্বজন সকলের কাছে খবর নিয়েও তার কোন খোঁজ পাওয়া যায়নাই।

তার এই নিখোঁজ হওয়ায় তার পরিবারে চরম শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশিরা বাড়িতে ভীড় জমিয়েছে।

সকলের চোখ স্বজন হারানোর সংকায়। নিখোঁজ এই আইনজীবির এক ছেলে সামি(১), এক মেয়ে রাত্রী (১৬) এবং স্ত্রী রেনু(৩৫) কান্নায় ভেঙ্গেপড়ে বারবার মূর্ছা যাচ্ছেন।

এ্যাডভোকেট শিপনকে খুঁজে করে না পেয়ে আজ তার শশুর আব্দুল হাকিম মাদবর মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারন ডায়রী করেছেন।  

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.