আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ঢুকলো আফগানিস্তান

ফতুল্লায় এশিয়া কাপে বাংলাদেশকে ৩২ রানে হারিয়ে আইসিসি পূর্ণ সদস্য দেশের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নিয়েছে আফগানিস্তান।

আইসিসির র‌্যাঙ্কিংয়ের নিয়ম অনুযায়ী কোনো সহযোগী দেশকে ওয়ানডে র‌্যাঙ্কিং টেবিলে ঢুকতে হলে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে দুটি ম্যাচ জিততে হবে। অথবা পূর্ণ সদস্য দেশের বিপক্ষে একটি ওয়ানডে জয় এবং কোয়ালিফাইংয়ে ৬০ শতাংশ ম্যাচ জিততে চলবে।

কোয়ালিফাইংয়ে ৬০ শতাংশ ম্যাচ আগেই জিতেছিল আফগানিস্তান। ফতুল্লায় বাংলাদেশকে হারানোর পর বাকি কাজটুকু সারা হয়ে গেছে। এর পরই ৩২ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিং টেবিলে ১২তম দল হিসেবে ভুক্তি পেয়েছে আফগানিস্তান।

 


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।