আমাদের কথা খুঁজে নিন

   

নতুন এক আবিষ্কার 'কোয়ান্টাম ফোঁটা'

সম্প্রতি জার্মানি এবং মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা এমন এক কণা আবিষ্কার করেছেন, যা অত্যন্ত ক্ষুদ্র। এই কণার নাম দেওয়া হয়েছে 'ড্রপলেটন' বা 'কোয়ান্টাম ফোঁটা'। এই কণার আচরণ অনেকটা জলকণার মতো এবং এটি অনেকগুলো ছোট কণার সমন্বয়ে গঠিত।

কোয়ান্টাম ফোঁটা নিয়ে কলোরাডো বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী স্টিভেন কানডিফ-এর নেতৃত্বে জার্মানি এবং মার্কিন জাতীয় স্ট্যান্ডার্ড এবং টেকনোলজি ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী যৌথভাবে কাজ করেন। বিজ্ঞানীদের ধারণা, আবিষ্কৃত এই কণা ন্যানোটেকনোলজির উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখতে পারবে।

বিশেষ করে, আলোক-তড়িৎ যন্ত্রাংশ প্রস্তুতে ড্রপলেটন-এর ভূমিকা থাকবে অনন্য।

গবেষণায় দেখা যায়, যেখানে আল্ট্রা-ফাস্ট লেজারের নিঃসরণ ক্ষমতা সেকেন্ডে ১শ মিলিয়ন, সেখানে 'কোয়ান্টাম ফোঁটা'র কম্পন সেকেন্ডে ২ দশমিক ৫ বিলিয়ন।

কোয়ান্টাম বিদ্যার তত্ত্ব অনুসারে, একটি ইলেক্ট্রন এবং একটি হোলের মাঝে যে শূন্যস্থান থাকে, সেখানে মূলত শক্তি বিদ্যমান। এখানে একটি ইলেক্ট্রন থাকার কথা থাকলেও তা পাওয়া যায় না। কোয়ান্টাম ফোঁটা মূলত পাঁচটি ইলেক্ট্রন এবং পাঁচটি হোল-এর সমন্বয়ে গঠিত।

এর কারণে এই কণার মাঝে খানিকটা তরল পদার্থের বৈশিষ্ট্য বিদ্যমান বলেই বিজ্ঞানীদের দাবি।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.