আমাদের কথা খুঁজে নিন

   

বৈধ উপায় কঠিন, ব্যয়সাধ্য অন্যদিকে অবধৈ উপায় সহজ, সুলভ

আমি যে নতুন, তাই কিছু ভুল হয়ে যায় আমাদের দেশে মোবাইল সিমকার্ডগুলো একদিকে *সাধারণ মানুষগুলোকে যেভাবে বোকা বানাচ্ছে ঠিক তেমনি তারা #সরকারকেও বিভিন্নভাবে ধোঁকা দিয়ে যাচ্ছে। *তারা গ্রাহকদের বিভিন্ন অফার দিয়ে থাকে।কিন্তু এটি এ্যক্টিবেট করতে কী পরিনাম টাকা প্রয়োজন তা উল্লেখের প্রয়োজন মনে করে না। *যেকোন খরচের পরিমান ভ্যাটসহ উল্লেখ থাকে না। *তারা ‘শর্ত প্রযোজ্য’ কথাটি লিখে দায় এড়ায়।তবে তারা সে দায় কতটা এড়াতে পেড়েছে তা ঐ শব্দটির আকার যাদের দেখার সৌভাগ্য হয় তাদের বুঝতে অসুাবধা হওয়ার কথা না তারা #একদিকে সিমগুলো রোজস্ট্রশনসহ অর্থাৎ বৈধভাবে বেশী টাকায় বিক্রী করছে,অন্যদিকে রাস্তার আশেপাশে প্রকাশ্যে কাগজ-পত্র ছাড়া ১০ টাকায় সিমকার্ড বিক্রি করছে। অর্থাৎ গ্রাহককে অবৈধপথে সিমকার্ড কিনতে উৎসাহিত করছে অন্যদিকে এভাবে সিমকার্ড বিক্রি করে ভ্যাট ফাকি দিয়ে সরকার ও জনগনের সাথে প্রতারণা করছে। বৈধ উপায়ে সিম ক্রয় করার জন্য পরিচয়পত্র বা জন্মসনদ লাগে, বিভিন্ন শর্ত পূরণ করতে হয় এবং সিমকার্ডের মূল্য গড়ে ১৫০ টাকা অন্যদিকে অবৈধ উপায়েসিম ক্রয় করার জন্য পরিচয়পত্র বা জন্মসনদ তো লাগেই না, হাতের নাগালে পাওয়া এসব সিমকার্ডের মূল্য গড়ে ৫০ টাকা। সমালোচনার দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম, কিভাবে পুজিঁবাদী এ সমাজকে মূল্যায়ন করবেন আপনি????????????


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।