আমাদের কথা খুঁজে নিন

   

একই দিনে মাঠে নামছে বিশ্বকাপের দলগুলো

নিরপেক্ষ ভেন্যু সাইপ্রাসে ইউক্রেনের মুখোমুখি হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু ইউক্রেন ম্যাচটি বাতিল করায় বিশ্বকাপের ৩২টি দলের মধ্যে কেবল যুক্তরাস্ট্রেরই প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না।

আগামী ১৩ মের মধ্যে ফিফার কাছে বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল পাঠাতে হবে দলগুলোকে। এর আগে দলের সদস্যদের শেষবারের মতো বাজিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন কোচরা। বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ২ জুনের মধ্যে।

বুধবার আতলেতিকো মাদ্রিদের ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে ইতালি।

ব্রাজিলের জন্ম নেয়া আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড দিয়েগো কস্তা প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন স্পেনের হয়ে। কোচ ভিসেন্তে দেল বস্ক এর আগে গত নভেম্বরে দুটি প্রীতি ম্যাচের দলে কস্তাকে রাখলেও চোটের কারণে তিনি খেলতে পারেননি। এরপর ব্রাজিলের হয়ে খেলার ডাক পেলেও কস্তা তা ফিরিয়ে দেয়ায় চটেছিলেন কোচ লুইস ফেলিপে স্কলারি।

২০১২ সালের ইউরো ফাইনালে ইতালিকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা জিতেছিল স্পেন।

গত বছর ব্রাজিলে কনফেডারেশন্স কাপের সেমি-ফাইনালে পেনাল্টি শ্যুটআউটেও ইতালিকে হারিয়েছিল তারা।

সব মিলিয়ে এর আগে ৩২ বার মুখোমুখি হয়েছে ফুটবলের এই দুই পরাশক্তি। এর মধ্যে ইতালি ১০ বার ও স্পেন ৯ বার জিতেছে।

আরেকটি বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল ফ্রান্স ও নেদারল্যান্ডস।

বিশ্বকাপের আয়োজক ব্রাজিল খেলতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়।

আর দক্ষিণ আমেরিকার আরেক পরাশক্তি আর্জেন্টিনা সফর করছে রোমানিয়া।

বার্সেলোনায় তিউনিসিয়ার বিপক্ষে তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওকে ছাড়াই নামছে কলম্বিয়া। হাটুর চোটের কারণে মোনাকোর এই স্ট্রাইকারের বিশ্বকাপে খেলাই অনিশ্চিত হয়ে পড়েছে। তার বদলে কোচ হোসে পেকারম্যান ডেকেছেন বুন্দেসলিগার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হার্থা বার্লিন স্ট্রাইকার আদ্রিয়ান রামোসকে।

দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে খেলতে যাবে অস্ট্রিয়ায়।

ইকুয়েডর লন্ডনে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। চিলি খেলতে যাবে জার্মানিতে।

আফ্রিকার চ্যাম্পিয়ন নাইজেরিয়া আটলান্টায় মুখোমুখি হবে মেক্সিকোর। পতুর্গালে স্বাগতিকদের মুখোমুখি হবে ক্যামেরুন।

আফ্রিকার বাকি তিনটি দলই যাবে ইউরোপে।

ঘানা মন্টেনেগ্রোর, আইভরি কোস্ট বেলজিয়ামের ও আলজেরিয়া স্লোভেনিয়ার মুখোমুখি হবে।

ইংল্যান্ড লন্ডনের ওয়েমব্লি স্টেডিয়ামে স্বাগত জানাচ্ছে ডেনমার্ককে। সুইজারল্যান্ডে খেলতে যাচ্ছে ক্রোয়েশিয়া।

সার্বিয়া থেকে স্বাধীনতার ঘোষণা দেয়া কসোভোর আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হচ্ছে হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে। কসোভো অবশ্য এখনও ফিফার সদস্য হয়নি।

তাই তারা কোনো ফিফা সদস্য দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সময় জাতীয় পতাকা ওড়াতে ও জাতীয় সঙ্গীত বাজাতে পারবে না।

২০০৮ সালের ফেব্রুয়ারিতে স্বাধীনতার ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ২৮টি সদস্য দেশের মধ্যে ২৩টিই তাদের স্বীকৃতি দেয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।