আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপিকে উস্কানি দেবেন না: হানিফ

সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “আপনাদের প্রতি অনুরোধ টেলিভিশন টক শোতে উস্কানিমূলক কথা বলে বিএনপিকে রাজপথে নামাবেন না। স্থানীয় নির্বাচন জনপ্রিয়তা যাচাইয়ের মাপকাঠি হতে পারে না। এটা নিয়ে জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না। ”

চলমান উপজেলা নির্বাচনের প্রথম দুই ধাপের ভোটে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ৭৯ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন ১১৬টি উপজেলায়।

গত ১ মার্চ রাজবাড়ীতে এক জনসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষণা দেন, নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচন দিতে উপজেলা নির্বাচনের পর আন্দোলনে যাবে তার দল।

 

গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচন বর্জন করে বিএনপির টানা হরতাল-অবরোধে মধ্যে সারা দেশে নাশকতার কথা মনে করিয়ে দিয়ে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় মাহবুবুল আলম হানিফ বলেন, “বিএনপি নেত্রী খালেদা জিয়া রাজবাড়ীতে যে বক্তব্য দিয়েছেন তা দেশের জন্য অশনি সংকেত।

“তিনি দুই দিন আগে আবারো আন্দোলনের হুমকি দিয়েছেন এবং ইদানিং দেখা যাচ্ছে, উপজেলা নির্বাচনকে ঘিরে বিভিন্ন পত্রপত্রিকা, টক শোতে সুশীল সমাজের কিছু ব্যক্তি বিভিন্ন কথাবার্তা বলছেন। ”

গত ২০১৩ সালকে দুঃস্বপ্নের বছর আখ্যায়িত করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে গত বছর প্রায় পুরো সময় বিএনপি-জামায়াত নাশকতা করেছে, রেললাইন উপড়ে ফেলেছে, বাস-ট্রাক-সিএনজিতে আগুন দিয়েছে, মানুষজনকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। প্রধানমন্ত্রী কঠোর হাতে এই নাশকতা দমন করে জনজীবনে শান্তি ফিরিয়ে এনেছেন।

“সুশীল সমাজের প্রতিনিধিরা কি চান না, দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক? জনজীবন স্বাভাবিক ভাবে চলুক,” প্রশ্ন রাখেন তিনি।

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অনুষ্ঠানে বলেন, উপজেলা নির্বাচনের এই ‘আপাত বিজয়’ শেষ পর্যন্ত আন্দোলন গড়ে তুলতে বিএনপির জন্য সহায়ক হবে না বলে তিনি মনে করেন।

তার যুক্তি, “বিএনপির আন্দোলন গড়ে তোলার মতো অবস্থা নেই। ”

তিনি বলেন, “উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণের মধ্য দিয়ে জাতি ভেবেছিল বিএনপি ভুল বুঝতে পেরেছে, সহিংসতার পথ ছেড়ে গণতন্ত্রের পথে ফিরে এসেছে। কিন্তু খালেদা জিয়ার বক্তব্যে বোঝা যাচ্ছে, এটা তাদের স্থায়ী পথ নয়।

তারা আবার পুরোনো পথে ফিরে যাবে। ”

বিএনপির উদ্দেশ্যে কামরুল বলেন, কোনো অবস্থাতেই আগাম নির্বাচনের সম্ভাবনা নেই। নির্বাচন হবে সাংবিধানিকভাবে ৫ বছর পর।

“তাই উদ্ভট চিন্তা ভাবনা, দিবাস্বপ্ন দেখে কোনো লাভ হবে বলে মনে করি না। ”

অন্যদের মধ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিম, এফডিসির মহাপরিচালক পীযুষ বন্দোপাধ্যায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইনামুল হক, কৃষক লীগ নেতা আব্দুল করিম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.