আমাদের কথা খুঁজে নিন

   

কুরআন ও হাদীসের কিছু উপদেশ আমাদের জীবনকে পাল্টে দিতে পারে।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

ডান হাত যা দান করে বাম হাত তা জানতে পারেনা ! এমন দানই সর্বোৎকৃষ্ট। --আল হাদীস।

দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান চর্চায় নিজেদেরকে উৎসর্গ কর। --আল হাদীস।



যারা অহংকারে আমার ইবাদত বিমুখ তারা লাঞ্চিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। --আল কোরআন।

পরনিন্দা মহাপাপ, কিন্তু অত্যাচারী ব্যক্তির নিন্দা করলে পরনিন্দা হয়না। --আল হাদীস।

পিতার আনন্দ খোদার আনন্দ এবং পিতার অসন্তোষ্টিতে খোদার অসন্তুষ্টি।

--আল হাদীস।

মানুষের সাথে সদালাপ করবে, নামাজ যথাযথভাবে প্রতিষ্ঠিত করবে এবং যাকাত দিবে। -- আল কুরআন।

মায়ের পদতলে সন্তানের বেহেশত। --আল হাদীস।



মজুরের গায়ের ঘাম শুকাবার পূর্বে তার মজুরী দিয়ে দাও। -- আল হাদীস।

রুগীর সেবা ও শুশ্রষাকারী নিজ গৃহে ফিরে না আসা পর্যন্ত বেহেশতের পথে চলতে থাকে। --আল হাদীস।

যে লোক কম কথা বলে বা চুপ করে থাকে সে অনেক বিপদ আপদ থেকে বেঁচে যায়।

--আল হাদীস।

কেয়ামত অবশ্যম্ভাবী এতে কোন সন্দেহ নাই। কিন্তু অধিকাংশ লোকই সেটা বিশ্বাস করেনা। -- আল কুরআন।

সদর দরজা দিয়ে যে বেহেশতে যেতে চায় সে তার পিতামাতাকে সন্তুষ্ট করুক।

--আল হাদীস।

যার হাত এবং জবান থেকে মানবজাতি নিরাপদ, তিনিই খাঁটি মুসলমান। --আল হাদীস।

কবর ও গোসলখানা ব্যতীত সমস্ত দুনিয়াই নামাজের স্থান। --আল হাদীস।



মানবতার সেবায় যিনি নিজের জীবন বিলিয়ে দিতে পারেন, তিনিই মহানামব। --আল হাদীস।

যারা অপব্যয় করে তারা অবশ্যই শয়তানের ভাই। --আল কুরআন।

নিজের নফসকে দমন করাই সর্ব প্রথম জেহাদ।

--আল হাদীস।

দয়া ঈমানের প্রমাণ, যার দয়া নেই তার ঈমান নেই। --আল হাদীস।

যদি ধৈর্য থাকে তাহলে সে অবশ্যই সৌভাগ্যশালী হয়। --আল হাদীস।



যে ব্যক্তি তওবা করে ও সৎ কাজ করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। --আল কুরআন।

যারা এক মুখে দুই কথা বলে, তারা মানুষের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি। --আল হাদীস।

যারা শিক্ষালাভ করে এবং তদঅনুযায়ী কাজ করে, তারাই প্রকৃত বিদ্ধান।

--আল হাদীস।

যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয়। -- আল হাদীস।

কাউকে অভিশাপ দেয়া সত্যপরায়ণ ব্যক্তির উচিত নয়। --আল হাদীস।



যে ব্যক্তি নীরবতা অবলম্বন করছে সে মুক্তি লাভ করেছে। --আল হাদীস।

যে নামাজে হৃদয় নরম হয়না, সে নামাজ খোদার নিকট নামাজ বলিয়া গণ্য হয়না। --আল হাদীস।

মানুষকে ধনদৌলত পাহাড়া দিতে হয়, কিন্তু জ্ঞান নিজেই মানুষকে রক্ষা করে এবং মন্দ কাজ থেকে বিরত রাখে।

--হজরত আলী (রাঃ)।

কারও অসাক্ষাতে তার নিন্দা করলে ওজু ও রোজা নষ্ট হয়ে যায়। --আল হাদীস।

যে ব্যক্তির স্বভাবে নম্রতা নেই, সে সর্বপ্রকার কল্যাণ হইতে বঞ্চিত। --আল হাদীস।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।