আমাদের কথা খুঁজে নিন

   

আমি এক টুকরা কাঠ

আমি চেরাই করা এক টুকরা ছ’মিলের কাঠ
পড়ে আছি বারবাড়িতে গোয়াল ঘরের
বেড়ায় ঠিস দিয়ে আনমনে একাকী
একদিন কৃষক এনেছিল আমারে-
ছ’মিলের পরিত্যক্ত কাঠের স্তুপ হতে-বাছাই করে
চৌকির পায়া বানাবে বলে-সযতেœ কাঁধে তুলে
বাড়ি এনে হেলা ভরে রেখে দিল সেখানে
সেই হতে আজও আমি পড়ে আছি এখানে
কড়ারোধ, মিঠারোদ, তীক্ষèরোদ, কর্কশরোদ
আরও হরেক রকমের রোদ গেল
আমার দেহের ছোট্র চৌহদ্দির উপর দিয়ে
ফলে আমার সেনালী যৌবন পড়ল
ক্ষয়ে ক্ষয়ে-অথচ কৃষকের সেই দিকে খেয়াল নেই
একদিন কৃষাণী রান্নার লাকড়ী না পেয়ে
কৃঠারহস্তে ছুটে গেল আমার দিকে
তারপর দপাদপ দিল কয়েকটি কোপ
আমার দেহ হল ক্ষত বিক্ষত
বেরুলো কয়েকটি কাঠের চেলি
এরপর কৃষাণী মহানন্দে
আমায় দিল তুলে উনানের মুখে
আমার দেহ পুড়ে পুড়ে ছড়ালো কিছু তাপ
পুরিল কৃষাণীর মনের সাধ
অথচ কথাছিল অন্যরকম
আমি পায়া হব সুসজ্জিত চৌকির
শোভিত করিব গৃহ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।