আমাদের কথা খুঁজে নিন

   

ভয়েস সার্চ সুবিধা চালু করল গুগল

গুগলের প্রকৌশলী জি অ্যাডাম ডুও-এর বরাত দিয়ে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, গুগল ক্রোমের সর্বশেষ ভার্সনে ভয়েস সার্চ অপশন ব্যবহার করা যাবে। এতে কি-বোর্ড ছাড়াই ভয়েস কমান্ডের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা যাবে। এ জন্য শুধু বলতে হবে ‘ওকে, গুগল’।
এরপর আপনি যা খুঁজে পেতে চান তা বলতে হবে। এর আগে ক্রোম বেটা ভার্সনে মাইক্রোফোন আইকনে ক্লিক করে ভয়েস কমান্ড অপশনটি সক্রিয় করতে হবে।
ম্যাক, লিনাক্স ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে গুগলের ভয়েস সার্চ অপশন ব্যবহার করা যাবে। এছাড়া ভয়েস সার্চে কয়েকটি ভাষা যুক্ত হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন গুগলের প্রকৌশলী ডুও। কয়েক দিনের মধ্যে সার্চ অপশনে কয়েকটি ভাষা যুক্ত হবে বলে জানিয়েছে ‍গুগল।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।